OnePlus Nord 2T: ওয়ানপ্লাস লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন, দেখুন ফাস্ট লুক ও অন্যান্য

ভারত তথা বিশ্ব জুড়ে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড গুলির মধ্যে একটি অন্যতম নাম ওয়ানপ্লাস (OnePlus)। সম্প্রতি এই ব্র্যান্ডটি তাদের নর্ড সিরিজের নতুন আরো একটি স্মার্টফোন বের করতে চলেছে ভারতীয় বাজারে। তাদের নতুন এই নর্ড সিরিজের স্মার্টফোনটির নাম ওয়ানপ্লাস নর্ড ২টি (OnePlus Nord 2T)। ভারতে এই মুহূর্তে নতুন এই স্মার্টফোনটির টেস্টিং চলছে। ভারতের বাজারে স্মার্টফোনটি লঞ্চ হওয়ার আগেই ফাস্ট লুক প্রকাশ্যে এসেছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই স্মার্টফোনের ক্যামেরা সংক্রান্ত কিছু তথ্য সামনে এসেছে। চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যগুলো সম্পর্কে।

OnePlus Nord 2T ফাস্ট লুক:
ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন স্মার্টফোনটির ব্যাক প্যানেলএর ডিজাইন পুরনো স্মার্টফোনগুলো থেকে কিছুটা আলাদা এবং কিছু নতুনত্ব ডিজাইন রাখার চেষ্টা করেছেন তারা। স্মার্টফোনটির রিয়ার প্যানেলে স্ট্যান্ড স্টোন ফিনিশ দেওয়া হচ্ছে, যেমনটা এর আগের ওয়ান প্লাস ওয়ান এবং ওয়ানপ্লাস টু-এ ছিল। তবে পেল ব্লু এবং ম্যাট ফিনিশ-এর ক্যামেরা মডিউল গুলি বর্তমান সময় ক্রেতারা কতটা পছন্দ করবে এখন সেটাই দেখার।

OnePlus Nord 2T ক্যামেরা মডিউল:
সংবাদমাধ্যম ওয়েবসাইট 91Mobiles OnePlus Nord 2T ফোনের প্রথম রেন্ডার সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছে। স্মার্টফোনটির যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেই ছবিটিতে দেখা গিয়েছে এই স্মার্টফোনের রেয়ার ব্যাক প্যানেল কিছুটা Oppo Reno 7 pro ফোনের মতই, তবে Oppo-এর ওই স্মার্টফোনের থেকে ওয়ানপ্লাস নর্ড সিরিজের স্মার্টফোনের ক্যামেরা অনেকটাই বড় এবং সুন্দর, একটি রেক্টাঙ্গুলার আইল্যান্ড থাকলেও ফোনটির ব্যাক ক্যামেরা প্যানেল বর্তমান বাজারে থাকা অন্যান্য সমস্ত স্মার্টফোন থেকে আলাদা। বিস্তৃত জায়গা জুড়ে থাকা একটি সার্কুলার এরিয়ার মধ্যে থাকছে বেশ বড় একটি প্রাইমারি ক্যামেরা সেনসর, তার নিচে থাকছে আরও দুটি সেনসর, ক্যামেরার সাথেই থাকছে দুটি এলইডি ফ্ল্যাশ লাইট। সূত্র থেকে জানা গেছে ফ্ল্যাশ দুটি আলাদা রঙের হতে পারে। এই সমস্ত তথ্য গুলি ৯১মবাইলস এ প্রকাশ পেয়েছে।

আরো পড়ুন-বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোন কোনটি জানেন? দেখেনিন এক নজরে

OnePlus Nord 2T-র ফিচারস এবং স্পিসিফিকেশনস:
ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই স্মার্টফোনটির শুধু ছবি প্রকাশ্যে আসেনি, ফোনটির কিছু দুর্দান্ত ফিচার এবং স্পিসিফিকেশনও প্রকাশ পেয়েছে।

‌OnePlus Nord 2T স্মার্টফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি ১৩০০ এর প্রসেসর ব্যবহার করা হয়েছে।

‌ফোনটির ডিসপ্লে হতে চলেছে ৬.৪৩ ইঞ্চি ইউএফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, ডিসপ্লেটির রিফ্রেশ রেট ৯০ হার্টয।

‌ফোনটিতে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড ১২ আউট অফ দ্যা বক্স অপারেটিং সিস্টেম।

‌বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী স্মার্টফোনটির দাম হতে চলেছে ২০,০০০ টাকার নিচে।

‌৪৫০০ মেগাহার্টজের ব্যাটারি ৮০ ওয়াট সুপারভিওওসি চার্জিং সাপোর্ট দেয়া হয়েছে, এই স্মার্টফোনে সর্বোচ্চ ভেরিয়েন্ট থাকছে ১২জিবি এবং ২৫৬জিবি স্টোরেজ পর্যন্ত।

‌স্মার্টফোনটির ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনে দেওয়া হয়েছে তিনটি রিয়ার ক্যামেরা, যার মধ্যে প্রধান বা প্রাইমারি সেন্সরটি থাকছে ৫০ মেগাপিক্সেল-এর অন্যদিকে আল্ট্রাওয়াইড ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং মাইক্রো সেন্সর দেয়া হয়েছে ২ মেগাপিক্সেলের।

“OnePlus Nord 2T: ওয়ানপ্লাস লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন, দেখুন ফাস্ট লুক ও অন্যান্য”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন