জামসেটজি টাটার জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রতন টাটা। কি বললেন তিনি

জামসেটজি টাটার জন্মবার্ষিকী তে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রতন টাটা

জামসেটজি টাটা হলেন টাটা গ্রুপের নির্মাতা। তার পুরো নাম জামসেটজি নুসেরওয়ানজি টাটা। টাটা কোম্পানির প্রতিষ্ঠা হয় ১৮৬৮ সালে। জমসেটজি টাটা ভারতীয় শিল্পের জনক উপাধিতেও পরিচিত। তার জন্ম হয় ১৮৩৯ সালের ৩ রা মার্চ। এবছর গত মঙ্গবার দিন টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা জামসেটজী টাটার জন্মবার্ষিকী উৎযাপন মুহূর্তের একটি ছবি ইনস্টাগ্রামে এবং টুইটারে শেয়ার করেছেন।

১৯১৯ সালে ঝাড়খণ্ডের জামশেদপুর শহরের নামকরণ হয়েছিল। এই শহরের নাম রাখা হয়েছিল টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামসেটজি টাটার নামে। এই শহরটি ভারতের সবচেয়ে পুরনো পরিকল্পিত শিল্প শহরের একটি। এখানেই গড়ে উঠেছিল টাটা গ্রুপের ইস্পাত কারখানা।

আরও পরুন – ‘Chenab bridge’ পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেল ব্রিজ সম্পন্ন হবার পথে

এই শিল্প নগরীতে জামসেটজি টাটার মূর্তির সামনে তার জন্ম বার্ষিকী উৎযাপনের একটি মুহূর্তের ছবি শেয়ার করেছেন রতন টাটা। এবছর তাঁর ১৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে রতন টাটা সেই ছবি শেয়ার করে টাটা কোম্পানি ও সমস্ত কর্মী এবং তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বিনম্র শ্রদ্ধার সঙ্গে লিখেছেন যে টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামসেটজি টাটা বহু বছর ধরে দয়া ও সহানুভূতি দ্বারা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন।

Twitter source-@RNTata2000 (Ratan Tata)

Previous articleমুক্তি পেল সাইনা নেওয়ালের বায়োপিকের টিজার। দেখে নিন
Next article”আপনাকেই অনুসরণ করছি” ঋষভ পন্ত বললেন সেহবাগ কে। শুভেচ্ছার বন্যা ক্রিকেটমহলে

Leave a Reply