Redmi 10 Power: অ্যামাজনে চলছে ১০,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস

Redmi 10 Power: অ্যামাজনে চলছে ১০,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস

Redmi 10 Power: আমাজনে চলছে বিরাট সেল। রেডমির ১০ পাওয়ার স্মার্টফোনটিতে থাকছে ১০,০০০ টাকার উপর এক্সচেঞ্জ বোনাস। এছাড়াও রয়েছে একাধিক হ্যান্ডসেট।

Redmi 10 power স্মার্টফোনের উপর চলছে বিরাট ছাড়। অ্যামাজন গ্রেড রিপাবলিক ডে সেলে আপনি এই স্মার্টফোনটি কিনতে পারবেন অনেক কম দামে। ১৫ই জানুয়ারি থেকে ২০ জনুয়ারি পর্যন্ত এই সেল চলবে। শুধু এই স্মার্টফোনটি নয় এছাড়া রয়েছে একাধিক স্মার্টফোন।

রেডমি টেন পাওয়ার স্মার্টফোনে থাকছে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক MIUI ১৩-এ রান করে এই স্মার্টফোনটি। এ ছাড়াও থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স এবং সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৮ জিবি ১২৮ জিবি স্টোরেজ, যা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

আরো পড়ুন -Samsung galaxy: ১৮ জানুয়ারি ভারতে স্যামসাং-এর এই দুটি স্মার্টফোন লঞ্চ হবে, জানুন স্পেসিফিকেশন

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে এই স্মার্টফোনটি এক্সচেঞ্জ এর উপরে ১০০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। স্মার্টফোনটির দাম ১৮৯৯৯ টাকা, এক্সচেঞ্জের অফারের সাহায্যে স্মার্টফোনটি কেনা যাবে ১১৪৯৯ টাকায়। তবে এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনার পুরনো ফোনটি উপর আপনার এক্সচেঞ্জ এর দাম নির্ভর করবে। সর্বনিম্ন ৬২১ টাকা ইএমআই অপশনে ফোনটি কিনতে পারবেন, এছাড়াও থাকছে SBI ক্রেডিট কার্ডে উপরে ১২৫০ টাকা ছাড়।

Previous articleAuto Expo 2023: ৩টি নতুন ক্রুজার বাইক লঞ্চ করল Benelli
Next articleGlobal warming: গরুর ঢেকুরের মিথেন গ্যাস গ্লোবাল ওয়ার্মিং-এর কারণ! বিস্ময়কর তথ্য বিজ্ঞানীদের
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply