Auto Expo 2023: ৩টি নতুন ক্রুজার বাইক লঞ্চ করল Benelli

Auto Expo 2023: অটো এক্সপো ২০২৩ ইভেন্টে নতুন তিনটি ক্রুজার বাইক লঞ্চ করল ইতালীয় টু-হুইলার কোম্পানি Benelli। চলতি বছরেই ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে এই তিনটি বাইকের।

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত অটো এক্সপো ২৩ ইভেন্টে ইতালির অন্যতম প্রিমিয়াম টু-হুইলার নির্মাতা বেনেলি তাদের তিনটি ক্রুজার বাইক লঞ্চ করেছে। সেই বাইকগুলোর নাম হল Dark Flag, Benelli LFC700, Benelli LFS700। এই বছরে ভারতে তিনটি ক্রুজার বাইক লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে তারা। চলুন এই তিনটি বাইক সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Dark Flag:
ইতালীয় অন্যতম টু-হুইলার কোম্পানি তাদের নতুন ডার্ক ফ্ল্যাগ ক্রুজার বাইকের ঝলক নিয়ে এসেছে অটো এক্সপো ইভেন্টে। এই বাইকটির অন্যতম ফিচার গুলো হল নিচু সিট, ফরওয়ার্ড সেট ফুটপেগ, চওড়া হ্যান্ডেল বার, মোটা একজস্ট, অ্যালোয়া হুইল ইত্যাদি। বাইকটিতে থাকছে ৪৯৬ সিসির V4 ইঞ্জিন যা জেনারেট করবে ৫২বিএইচপি এবং ৪২এনএম টর্ক। ১৬ লিটার ফুয়েল ট্যাংক দেয়া হয়েছে এই বাইকে। বাইকটির ওজন ২৩১ কেজি।

Benelli LFC700:
বেনেলির এই ক্রুজার বাইকটিতে থাকছে ৬৮০ সিসির লিকুইড কুল ইঞ্জিন এবং চারটি সিলিন্ডার। ৯১বিএইচপি ও ৬৭এনএম টর্কের শক্তির উৎপন্ন করে এই ইঞ্জিনটি।২৭৫ কেজি ওজনের এই বাইকটিতে মোট ২০ লিটার পেট্রোল ধরার ক্ষমতা রয়েছে।

আরো পড়ুন -Maruti Suzuki EVX SUV: লঞ্চ হতে চলেছে তাদের নতুন SUV, এক চার্জে চলবে ৫৫০ কিলোমিটার

Benelli LFS700:
চার সিলিন্ডার সহ ৬৮০ সিসির ইঞ্জিন ৭৪ বিএইচপি এবং ৬৭ এনএম টর্ক জেনারেট করতে পারে। এছাড়াও এই বাইকটিতে থাকছে ৬ স্পিড গিয়ার বক্স, ১৮ লিটার ফুয়েল ট্যাংক। বাইকটির ওজন হতে চলেছে ২২৬ কেজি।

মন্তব্য করুন