শুভমান গিল ভাঙতে চলেছে বিরাট কোহলির এই রেকর্ড

শুভমান গিল ভাঙতে চলেছে বিরাট কোহলির এই রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশই নিজের স্থান পাকা করছে ভারতের উদীয়মান ওপেনার শুভমান গিল। শ্রীলংকা ওডিআই সিরিজে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং ব্যাট করেন শুভমান গিল যে কারণে রোহিত শর্মাকে সংবাদমাধ্যমে সমালোচনার মুখোমুখি হতে হয়। কিন্তু সমালোচনা কে ব্যর্থ প্রমাণিত করে নির্বাচকদের ভরসা যুগিয়েছে শুভমান গিল। ফলে নিউজিল্যান্ড ওডিআই সিরিজে তাকেই ওপেনিং করতে দেখা যাবে।

এই সিরিজে শুভমান গিলের সামনে রয়েছে একটি রেকর্ড যা ভাঙ্গার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ১০০০ রান করেছেন বিরাট কোহলিশিখার ধাওয়ান। দুজনেই ২৪ ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করেছেন। এবার সুযোগ রয়েছে শুভমান গিলের সামনে, এখনো পর্যন্ত ৮৯৪ রান করেছেন ১৮ ইনিংসে।

আরো পড়ুন- আইসিসি ওয়ানডে রাঙ্কিং তালিকা ২০২২

২৩ বছর বয়সী এই ক্রিকেটার ১৮ টি ওডিআই, ৩ টি টি-টোয়েন্টি এবং ১৩ টি টেস্ট ম্যাচ খেলেছেন ভারতের হয়ে। শুভমান গিলের ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৯ সালে। ৩-০ ব্যবধানে শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজ জয় লাভের পর ভারতের সামনে সুযোগ রয়েছে ১ নম্বর ওডিআই টিম হওয়ার। যদি ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়লাভ করে।

Previous article“রাইডুর সঙ্গে এর করেছে বিরাট কোহলি”- সঞ্জয় মাঞ্জরেকর ঈশান কিষান প্রসঙ্গে
Next articleAuto Expo 2023: ৩টি নতুন ক্রুজার বাইক লঞ্চ করল Benelli
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply