ইংল্যান্ড সিরিজের সম্পূর্ণ পারিশ্রমিক দান করলেন ঋষভ পন্ত

ইংল্যান্ড সিরিজের সম্পূর্ণ পারিশ্রমিক দান করলেন ঋষভ পন্ত

সম্প্রতি উত্তরাখণ্ডে ভয়াবহ হিমবাহ ফাটলের ফলে চামলি জেলা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আট বছর পুরনো স্মৃতি কে নাড়া দিয়ে আবারও বিপদের সম্মুখীন উত্তরাখণ্ড। এই ভয়াবহ তুষার ধসের ফলে চারটি জেলায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে।

তুষারধসে বহু মানুষ তাদের পরিবারকে হারিয়েছে এবার তাদেরই পাশে এসে দাঁড়াল ভারতীয় ক্রিকেটের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। বর্তমানে ভারতে চলা ভারত ইংল্যান্ড সিরিজের প্রাপ্ত অর্থের পুরোটাই তিনি দান করবেন ত্রান তহবিলে। এই কথা তিনি নিজে টুইটারে প্রকাশ করেছেন।

উত্তরাখণ্ডে বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ঋষভ পন্ত ছাড়াও হরভজন সিং, শিখর ধবন, শ্রেয়াস আইয়ার টুইটারে তাদের প্রার্থনা বার্তা জ্ঞাপন করেছেন।

আরো পড়ুন- চেন্নাই টেস্টে ৩টি রেকর্ড গড়লেন অশ্বিন। কি সেই রেকর্ড গুলি?

ঋষভ পন্ত লিখেছেন “উত্তরাখণ্ডের প্রাণহানিতে আমি গভীরভাবে বেদনার্থ। আমি আমার পারিশ্রমিক এই দুর্গত মানুষদের জন্য দান করব। আপনাদের আবেদন করছি আপনারাও এগিয়ে আসুন”।

শ্রেয়াস আইয়ার লিখেছেন “আমার চিন্তা ভাবনা উত্তরাখণ্ডের বিপর্যয়ের আক্রান্তদের সাথে রয়েছে তাদের প্রিয়জনের জন্য প্রার্থনা কামনা করি”।

হরভজন সিং লিখেছেন “উত্তরাখণ্ডের লোকেদের নিজেদেরকে শক্ত করতে হবে সবার জন্য মঙ্গল কামনা করছি”।

শিখর ধবন লিখেছেন “উত্তরাখণ্ডের বিপর্যয় আমি চিন্তায় রয়েছি। আক্রান্তদের সুরক্ষার প্রার্থনা করি”।

Previous articleচেন্নাই টেস্টে ৩টি রেকর্ড গড়লেন অশ্বিন। কি সেই রেকর্ড গুলি?
Next articleপাবজি মোবাইল আপডেট (১.৩ বিটা) : ৫ টি বড় পরিবর্তন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply