চেন্নাই টেস্টে ৩টি রেকর্ড গড়লেন অশ্বিন। কি সেই রেকর্ড গুলি?

চেন্নাই টেস্টে ৩টি রেকর্ড গড়লেন অশ্বিন
ভারত ইংল্যান্ড প্রথম টেস্ট খবর

চেন্নাই টেস্টের চতুর্থ দিনের শেষে রেকর্ডের পর রেকর্ড গড়লেন ভারতের ৩৪ বছর বয়সী অভিজ্ঞ অফ স্পিনার রবি অশ্বিন

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস সম্পন্ন হয় ১৭৮ রানে যেখানে অশ্বিন একাই ৬টি উইকেট নিয়ে ইংল্যান্ডকে দূর্মুস করে দেয়।

অশ্বিনের ৩টি রেকর্ড:-

১. সবচেয়ে বেশি ৫ উইকেট এক ইনিংসে (টেস্ট)
•ইংল্যান্ডের ইয়ান বোথাম কে পেছনে ফেলে ৯ নম্বর স্থানে উঠে এলো রবি অশ্বিন।
•বর্তমানে ২৮ বার ৫ উইকেটে সংগ্রহ করেছেন অশ্বিন।
•এই সিরিজে ইংল্যান্ডের দলে খেলা ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন তালিকায় ৬ নম্বরে রয়েছেন তিনি ৩০ বার ৫ উইকেট নিয়েছেন এখন পর্যন্ত।

আরো পড়ুন- BBL চ্যাম্পিয়ন হলো সিডনি সিক্সার্স। আসুন দেখে নেওয়া যাক BBL2021 এর কিছু তথ্য

২. ৭৫টি টেস্ট ম্যাচের পর দ্বিতীয় সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক
•রবি অশ্বিন এখনো বিশ্বের দ্বিতীয় বোলার যিনি ৭৫টি টেস্ট ম্যাচের পর ৩৮৬টি উইকেট নিয়েছেন।
•তালিকায় অশ্বিনের পূর্বে একমাত্র বোলার রয়েছেন শ্রীলংকার কিংবদন্তি স্পিন বোলার মুথায়া মুরালিধরন। তিনি ৪২০টি উইকেট সংগ্রহ করেছেন ৭৫টি টেস্ট ম্যাচের পর।
•ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে অশ্বিন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইনকে পিছনে ফেলে ২ নম্বর স্থানে এসেছেন, ডেল স্টেইনের উইকেট সংখ্যা ৩৮৩।

৩. ৪টি ভিন্ন স্টেডিয়ামে অশ্বিন সবচেয়ে বেশি ৫ উইকেট নিয়েছেন
৪টি স্থানের নাম:-
•মুম্বাই- ৩ বার
•চেন্নাই- ৩ বার
•হায়দ্রাবাদ- ৩ বার
•দিল্লি- ৩ বার

এই ৪টি স্টেডিয়ামে অশ্বিন তিনবার ৫ উইকেটে সংগ্রহ করেছেন।

Previous articleব্ল্যাকহোল-এর মাঝে কি প্রবেশ করা সম্ভব? কি জানাচ্ছেন বিজ্ঞানীরা
Next articleইংল্যান্ড সিরিজের সম্পূর্ণ পারিশ্রমিক দান করলেন ঋষভ পন্ত
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply