ফিটনেস টেস্টে সফল রোহিত শর্মা। ভারত অস্ট্রেলিয়া সিরিজের খবর

ফিটনেস টেস্টে সফল হয়েছে রোহিত শর্মা বিসিসিআই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ও টুইটার একাউন্টের মাধ্যমে একটি সাংবাদিক বিবৃতি প্রকাশ করেছে ১২ই ডিসেম্বর। যেখানে ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মার ফিটনেস টেস্টে সফল হবার কথা বলা হয়েছে। 

গত ১৯শে নভেম্বর থেকে রোহিত শর্মা ব্যাঙ্গালোরে ‘ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে'(NCA) চিকিৎসাধীন ছিলেন। ২০২০ আইপিএল খেলার মাঝে তিনি বাঁ-পায়ের পেশিতে আঘাত পেয়েছিলেন। এরপর আইপিএলের কিছু ম্যাচে তিনি খেলতে না পারলেও ফাইনাল ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া সফরের দলে রোহিত শর্মাকে রাখা হয়েছিলনা। বিসিসিআই সেই সময়ে রোহিত শর্মার হ্যামস্ট্রিং চোটের কারণে তাকে দল থেকে বাদ রাখা হয়েছিল বলে সাংবাদিক বিবৃতিতে প্রকাশ করে। অবশ্য এই নিয়ে সেই সময় রোহিত সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয় বিসিসিআই কে।

আইপিএল শেষ হবার পর ভারতীয় দল অস্ট্রেলিয়া উড়ে গেলেও রোহিতকে ভারতের NCA তে আনা হয় শারীরিকভাবে ফিট হয়ে ওঠার জন্য। তিনি ১৯শে নভেম্বর থেকে NCA তে ছিলেন। এই শুক্রবার অর্থাৎ ১১ তারিখ রোহিতের শারীরিক সক্ষমতা পরীক্ষা হয় এবং NCA এর চিকিৎসা দল তাকে খেলার জন্য সম্পূর্ণ ফিট বলে ছারপত্র দেয়। যেহেতু রোহিত শর্মা ভারতে ছিল এই কারণে তাকে অস্ট্রেলিয়া যাওয়ার পর ১৪ দিনের বাধ্যতামূলক হোম করেন্টিন থাকতে হবে। ফলে রোহিত শর্মা প্রথম দু’টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ না পেলেও অস্ট্রেলিয়া সফরের শেষ দুটি টেস্টে তাকে দেখা যাবে।

আরও পড়ুন-ভয়েজার মিশন কি। মানব সভ্যতার সবচেয়ে বড় মহাকাশ মিশন

এই চোটের কারণে রোহিত শর্মা ভারত অস্ট্রেলিয়া সফরের ৫০ ওভারের ম্যাচ ও টি-টোয়েন্টি ম্যাচ গুলি খেলতে পারেননি। এই সফরের ভারত অস্ট্রেলিয়া মোট চারটি টেস্ট ম্যাচ খেলবে, যেখানে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ১৭ই ডিসেম্বর যা দিন রাতের টেস্ট হবে। ভারত ও অস্ট্রেলিয়া প্রথম বারের জন্য দিন রাতের টেস্ট ম্যাচ খেলবে ‘পিঙ্ক বলে‘। ভারত প্রথম পিঙ্ক বলে টেস্ট ম্যাচ খেলে ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে। 

প্রথম টেস্ট ম্যাচ খেলার পর অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে আসবে নিজস্ব কারণের জন্য। ফলে দলে অভিজ্ঞ খেলোয়াড়দের কিছুটা শূন্যতা তৈরি হবে। রোহিত শর্মা শেষ দুটি টেস্ট ম্যাচ যা ২০২১ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে শুরু হবে, সেই ম্যাচ থেকে দলে অংশ গ্রহণ করতে পারবে। এর ফলে ভারতীয় দলে অভিজ্ঞ খেলোয়াড়দের অভাব পূরণ হবে বলেই মনে করছেন ক্রিকেট সমর্থকরা। 

ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সময়সূচি:

প্রথম টেস্ট ম্যাচ- ১৭ থেকে ২১ ডিসেম্বর ২০২০

দ্বিতীয় টেস্ট ম্যাচ- ২৬ থেকে ৩০ ডিসেম্বর ২০২০

তৃতীয় টেস্ট ম্যাচ- ৭ থেকে ১১ জানুয়ারি ২০২১

চতুর্থ টেস্ট ম্যাচ- ১৫ থেকে ১৯ জানুয়ারি ২০২১

মন্তব্য করুন