SA20 লিগ: স্যাম করনের ফর্মে কষ্ট পাচ্ছে পাঞ্জাব কিংস- আকাশ চোপড়া

SA20 লিগ: স্যাম করনের ফর্মে কষ্ট পাচ্ছে পাঞ্জাব কিংস- আকাশ চোপড়া

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় সংগঠিত হয়েছে SA20 League যেখানে অংশগ্রহণ করেছে ছয়টি ফ্রাঞ্চাইজি এবং এই ছয়টি ফ্র্যাঞ্চাইজি ভারতীয় আইপিএল দলের অংশ।

  1. ডারবান সুপার জয়েন্ট
  2. জোবার্গ সুপার কিংস
  3. MI কেপটাউন
  4. পার্ল রয়েলস
  5. প্রীক্টোরিয়া ক্যাপিটালস
  6. সানরাইজার্স ইস্টার্ন কেপ

বর্তমানে স্যাম কারেন দক্ষিণ আফ্রিকায় MI কেপটাউন এর হয়ে খেলছেন যেখানে ব্যাটে এবং বোলে তার পারফরম্যান্স খুব একটা ভালো নয়। প্রসঙ্গত এবছর আইপিএল নিলামে স্যাম করেন কে পাঞ্জাব কিংস ১৮.৫ কোটি টাকা দিয়ে কিনেছে। যার ফলে আইপিএল ইতিহাসে স্যাম কারেন সবচেয়ে বেশি মূল্য পাওয়া ক্রিকেটার হয়ে উঠেছেন। কিন্তু আইপিএলের পূর্বে দক্ষিণ আফ্রিকায় এই লীগে খারাপ পারফরম্যান্স পাঞ্জাব কিংসের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে।

এই প্রসঙ্গে আকাশ চোপড়া তার youtube চ্যানেলে বলেছেন যে, “স্যাম কুরান এখন পর্যন্ত তেমন ভালো ব্যাটিং বা বোলিং করেননি। যদিও তিনি এখন MI কেপটাউনে আছেন, পাঞ্জাব কিংসের লোকেরাও ব্যথা অনুভব করবেন এবং আশা করছেন যে তিনি ফর্ম খুঁজে পাবেন কারণ তারা তার জন্য এত টাকা ব্যয় করেছে।”

আরো পড়ুন- ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২৩: ভারতীয় দল ঘোষণা হল

Previous articleMaruti Suzuki EVX SUV: লঞ্চ হতে চলেছে তাদের নতুন SUV, এক চার্জে চলবে ৫৫০ কিলোমিটার
Next articleAsus VivoBook 15: অ্যামাজনের দুর্দান্ত অফার, ল্যাপটপে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply