Samsung galaxy: ১৮ জানুয়ারি ভারতে স্যামসাং-এর এই দুটি স্মার্টফোন লঞ্চ হবে, জানুন স্পেসিফিকেশন

Samsung galaxy: আগামী ১৮ই জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং এর নতুন দুটি 5G স্মার্টফোন। এই স্মার্টফোন দুটি হবে samsung এর Galaxy A সিরিজের স্মার্টফোন।

Samsung galaxy নতুন ২টি স্মার্টফোন ভারতের লঞ্চ করতে চলেছে আগামী ১৮ই জানুয়ারি। দক্ষিণ কোরিয়ার এই স্মার্টফোন কোম্পানি তাদের স্মার্ট ফোনগুলোর জন্য বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছে। সম্প্রতি স্যামসাংয়ের তরফ থেকে জানানো হয়েছে ২০২৩ সালে জানুয়ারি মাসে তারা গ্যালাক্সি A সিরিজের নতুন দুটি স্মার্ট ফোন বাজারের আনতে চলেছে। তাদের নতুন স্মার্টফোন দুটির নাম Samsung galaxy A14 4G এবং Samsung galaxy A23 5G।

Samsung galaxy A সিরিজের এই স্মার্টফোন দুটি গত বছর আগস্ট এ ভারতের বাইরে কিছু কিছু বাজারে লঞ্চ করা হয়েছিল। স্যামসাংয়ের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহের মধ্যেই A সিরিজের এই স্মার্টফোনটি ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। Samsung galaxy A23 5G এর স্পেসিফিকেশন গুলি এক নজরে দেখে নেওয়া যাক।

Samsung galaxy A23 5G স্পেসিফিকেশন:

Samsung galaxy এ সিরিজের এই ৫জি স্মার্টফোনটিতে থাকছে ৬.৬ ইঞ্চি ইনফিনিটি V ডিসপ্লে, এই ডিসপ্লের রেজোলিউশন হবে ফুল এইচডি প্লাস। ক্যামেরার জন্য এই স্মার্টফোনে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যঙ্গেল লেন্স এবং ২ মেগা পিক্সেল মাইক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ মোট চারটি ক্যামেরা দেখা যাবে। ক্যামেরায় দেয়া হয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট। সেলফির জন্য এই স্মার্টফোনের সামনের দিকে থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Samsung galaxy-এর এই স্মার্টফোনটি চালিত হবে অ্যান্ড্রয়েড ১২ বেসড OneUI ৪.১ দ্বারা, এছাড়াও থাকছে অক্টা-কোর চিপসেট। ৫০০০mAh ব্যাটারি, ৫.১ ব্লুটুথ সাপোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট এর কানেক্টেভিটি।

আরো পড়ুন -Oppo Find X6: 120X ক্যামেরা জুম, স্নাপড্রাগন 8 জেন ১ চিপসেট! দুর্দান্ত এই ফোন কবে লঞ্চ হবে?

স্মার্ট ফোনটির মোট চারটি রং এখনো পর্যন্ত সামনে এসেছে যেগুলো হল গোলাপী, নীল, সাদা এবং কালো। স্মার্টফোনের স্টোরেজ ভেরিয়ান্ট থাকবে তিনটি যেগুলো হবে 4gb, 6gb এবং 8gb RAN-এর যথাক্রমে ৬৪ জিবি ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্মার্টফোনের স্টোরেজ বাড়ানো যাবে 1TB পর্যন্ত।

“Samsung galaxy: ১৮ জানুয়ারি ভারতে স্যামসাং-এর এই দুটি স্মার্টফোন লঞ্চ হবে, জানুন স্পেসিফিকেশন”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন