Samsung galaxy X Flip 3 5G: ফ্লিপকার্টের দুর্দান্ত অফার, ৭০,০০০ টাকা পর্যন্ত ছাড়

Samsung galaxy X Flip 3 5G: ফ্লিপকার্টের দুর্দান্ত অফার, ৭০,০০০ টাকা পর্যন্ত ছাড়

Samsung galaxy X Flip 3 5G: স্মার্টফোনের দুনিয়ায় ফোল্ডেবল ফোন খুব কমই চোখে পড়ে, এই ধরনের স্মার্টফোনগুলো গ্রাহকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। এমনি একটি স্মার্টফোন হলো Samsung galaxy X Flip 3 5G। flipkart-এ এই স্মার্টফোনটি আপনি কিনে নিতে পারেন অনেক কম দামে।

Samsung galaxy X Flip 3 5G একটি ফ্লাগশিপ লেভেলের দুর্দান্ত স্মার্টফোন। স্মার্টফোনটি দেখতে যতটা সুন্দর স্মার্টফোনটির দামটাও ততটাই বেশি। তবে এই মুহূর্তে এই দামী স্মার্টফোনটি আপনি অনেক কম দামে কিনে নিতে পারবেন flipkart থেকে। ফ্লিপকার্টে এই ফোনের উপরে দেয়া হয়েছে বিরাট ফ্ল্যাট ডিসকাউন্ট। বিভিন্ন ব্যাংকের কার্ডের অফার এবং অন্যান্য বিভিন্ন অফার মিলিয়ে স্মার্টফোনটি আপনি কিনে নিতে পারবেন ২৪,৯২৫ টাকায়। স্মার্টফোনের রিটেল প্রাইস ৯৫,৯৯৯ টাকা। কি কি ফিচার রয়েছে স্মার্টফোনে এবং কিভাবে এত ছাড় আপনি স্মার্টফোনের উপরে পাবেন চলুন দেখে নেওয়া যায়।

samsung galaxy স্মার্টফোনে ফ্লিপকার্ট থেকে বিশেষ ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Samsung galaxy X Flip 3 5G স্মার্টফোনের দাম ৯৫,৯৯৯ টাকা। এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ ৮ জিবি ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এর উপর আপনাকে দেওয়া হবে ৪৭% পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট। এই ডিসকাউন্টে ৪৯,৯২৫ টাকায় স্মার্টফোনটি আপনি কিনতে পারবেন। শুধু ফ্ল্যাট ডিসকাউন্টই নয় এছাড়াও রয়েছে আকর্ষণীয় ছাড়।

আরো পড়ুন -Samsung galaxy: ১৮ জানুয়ারি ভারতে স্যামসাং-এর এই দুটি স্মার্টফোন লঞ্চ হবে, জানুন স্পেসিফিকেশন

Samsung galaxy X Flip 3 5G স্মার্টফোনটি এক্সচেঞ্জ অফারে আপনি পেয়ে যাবেন ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড়। অর্থাৎ এই স্মার্টফোনটি আপনি পেয়ে যাচ্ছেন ২৪,৯২৫ টাকায়। তবে এখানেই শেষ নয়। এছাড়া রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড এর উপর ৫ পার্সেন্ট ক্যাশব্যাক। অর্থাৎ সবমিলিয়ে ৭০ হাজার টাকার কাছাকাছি ছাড় পাচ্ছেন আপনি এই স্মার্টফোনটিতে। দুর্দান্ত এই ডিসকাউন্ট পেতে হলে প্রথমেই আপনাকে ফ্লিপকার্টে Samsung galaxy X Flip 3 5G ফোন টি সার্চ করতে হবে। সাইজ ও কালার ভেরিয়েন্ট পছন্দ করে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে আপনি কিনে নিলেই পেয়ে যাবেন ডিসকাউন্ট এর সুবর্ণ সুযোগটি।

Previous articlePoco X4 Pro 5G: ফ্লিপকার্টের দুর্দান্ত অফার, ২০,০০০ টাকা পর্যন্ত ছাড় এই স্মার্টফোনে
Next articleNew State Mobile: নতুন বছরে নতুন চ্যালেঞ্জ! ফ্রি ক্রেট টিকিট জিতবেন কিভাবে?
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply