New State Mobile: নতুন বছরে নতুন চ্যালেঞ্জ! ফ্রি ক্রেট টিকিট জিতবেন কিভাবে?

নিউ স্টেট গেম আপডেট: গেমে এলো নতুন আপডেট! কি কি বদল থাকছে?

New State Mobile: নিউ স্টেট মোবাইল গেমে নতুন একটি ইভেন্ট ঘোষণা করা হয়েছে। এই ইভেন্টটি আয়োজন করা হবে ডিসকর্ড এর মাধ্যমে। প্লেয়ারদেরকে চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে হবে এবং এই চ্যালেঞ্জ পুরো করলেই বিনামূল্যে পেয়ে যাবেন ক্রেট টিকিট।

ক্রাফটন তাদের নতুন একটি গেম লঞ্চ করেছিল যে গেমটির নাম ছিল পাবজি নিউ স্টেট। তবে গেমটির নাম এখন পরিবর্তন হয়েছে, নতুন নামটি দেওয়া হয়েছে নিউ স্টেট মোবাইল। এই গেমেই একটি ইভেন্ট চালু হয়েছে সম্প্রতি, রয়েছে আকর্ষণীয় উপহারও, যেমন গান স্কিনস, ক্রেট টিকিট, বান্ডল এছাড়াও একাধিক উপহার। ক্রাফটন তাদের প্লেয়ারদের জন্য একটি নতুন ইভেন্টের আয়োজন করেছে এই ইভেন্ট প্লেয়াররা সম্পূর্ণ করলেই জিতে যাবেন বিভিন্ন পুরস্কার।

আরো পড়ুন -MPL Report: দেশে মোবাইল গেমারদের সংখ্যা কোথায় কত জানেন? তথ্য দিল MPL

এই ইভেন্ট-এ অংশগ্রহণ করার জন্য সাবমিশন উইক ওয়ান চ্যালেঞ্জের একটি হেডশট দিয়ে শত্রু প্লেয়ারকে নক আউট করার স্ক্রিনশট নিতে হবে এবং সেটি নিউ স্টেট ডিসকর্ড চ্যানেলে পাঠিয়ে দিতে হবে আপনার ইউজার নেম এবং স্ক্রিনশট নথিভুক্ত করে। প্রথম পাঁচজন অংশগ্রহণকারী যারা এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ক্রেট টিকিট। এছাড়াও পাঁচ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হবে যারা সঠিকভাবে দশটি গ্রেট টিকিট জেতার চ্যালেঞ্জ সম্পন্ন করেছে।

Previous articleGoogle Play-Store: প্লে স্টোরে ভুয়ো অ্যাপ! বুঝবেন কিভাবে?
Next articleJio Data Plan: জিওর ৪ সবচেয়ে সস্তা ডেটা প্যাক
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply