দাদাগিরির মঞ্চে আসছেন সর্বজয়া দেবশ্রী রায়, ভাইরাল হলো প্রোমো ভিডিও

দাদাগিরির মঞ্চে আসছেন সর্বজয়া দেবশ্রী রায়, ভাইরাল হলো প্রোমো ভিডিও

বর্তমানে বাংলার অন্যতম সেরা টিভি শো হলো দাদাগিরি। বেশ কয়েক বছর ধরে দাদাগিরি টিভি শো বাংলার দর্শকদের মনোরঞ্জন করে আসছে। অনুষ্ঠানটিতে বাংলার নানা জায়গা থেকে মানুষ অংশগ্রহণ করতে আসে। এবছর দাদাগিরি সিজন ৯ চলছে, তবে শোনা যাচ্ছে খুব শীগ্রই শেষ হতে চলেছে দাদাগিরি সিজন ৯। দাদাগিরি শেষ হলে সম্ভবত সারেগামাপা আসতে চলেছে।

তবে দাদাগিরি সিজন শেষের দিকে হলেও বেশ কয়েকটি চমকপ্রদ পর্ব সামনে অপেক্ষা করছে তা বলা যায়। আর এবার জি-বাংলা প্রকাশ্যে নিয়ে এলো দাদাগিরি নতুন পর্বের প্রমো ভিডিও। যেখানে দেখা যাচ্ছে দাদাগীরির মঞ্চে খেলতে আসছে জি-বাংলা ধারাবাহিকের সর্বজয়া পরিবার। এই ভিডিওটি জি বাংলা ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন – বসন্ত বহিলো গান নিয়ে হাজির অঙ্কিতা ভট্টাচার্য

প্রত্যেক শনি ও রবিবার রাত সাড়ে নটায় দাদাগিরি অনুষ্ঠান হয়। যেখানে সিজনের প্রথম থেকে বলা হচ্ছে ‘দাদাগিরি সিজন ৯ হাত বাড়ালেই বন্ধু হয়’, এবার সেই মঞ্চেই খেলতে এসে হাত ধরে দাদার সঙ্গে নাচে তাল মেলালেন সর্বজয়া দেবশ্রী রায়। দাদাগিরির মঞ্চে আসছেন সর্বজয়া দেবশ্রী রায়। বোঝা যাচ্ছে সর্বজয়া ধারাবাহিকের সদস্যদের দাদাগিরি খুব শীঘ্রই দেখা যাবে টিভির পর্দায়।

Previous articleRealme GT 2 PRO: ভারতে লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম ইকো ফ্রেন্ডলি স্মার্টফোন, জেনেনিন দাম ও স্পেসিফিকেশন
Next articleHubble telescope: পাথরের বৃষ্টি দেখা যায় এই গ্রহে! নতুন গ্রহ আবিষ্কার করল হাবল স্পেস টেলিস্কোপ

Leave a Reply