Realme GT 2 PRO: ভারতে লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম ইকো ফ্রেন্ডলি স্মার্টফোন, জেনেনিন দাম ও স্পেসিফিকেশন

Realme GT 2 PRO: ভারতে লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম ইকো ফ্রেন্ডলি স্মার্টফোন, জেনেনিন দাম ও স্পেসিফিকেশন

Realme GT 2 PRO: ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমির নতুন স্মার্টফোন রিয়েলমি জিটি ২ প্রো (Realme GT 2 PRO), বিশ্বের প্রথম ইকো ফ্রেন্ডলি স্মার্টফোন হবে এটি।

বিশ্বের প্রথম ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশবান্ধব স্মার্টফোন তৈরি করেছে রিয়েলমি, এই স্মার্টফোনের নাম রিয়েলমি জিটি ২ প্রো, দীর্ঘ অপেক্ষার পর ভারতে লঞ্চ হলো এই স্মার্টফোনটি, যা তৈরি হয়েছে বায়ো-বেসড উপাদান এর সাহায্যে। স্মার্টফোনটি হতে চলেছে একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। গত বছর অর্থাৎ ২০২১ সালে রিয়েলমি জিটি সিরিজের প্রথম স্মার্টফোনটি লঞ্চ হয়েছিল, এরই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ করা হচ্ছে নতুন স্মার্টফোনটি। ভারতীয় বাজারে এই স্মার্টফোনের দাম ৪৯,৯৯৯ টাকা থেকে শুরু। চলুন এক নজরে দেখে নেওয়া যাক স্মার্টফোনে কি কি বিশেষত্ব রয়েছে এবং এর দাম, অফার ও বিভিন্ন ভেরিয়েন্ট গুলি সম্পর্কে।

বিশ্বের প্রথম ইকো ফ্রেন্ডলি স্মার্টফোন:

রিয়েলমি জিটি ২ প্রো হতে চলেছে বিশ্বের প্রথম ইকো ফ্রেন্ডলি স্মার্টফোন। এটি তৈরি করা হয়েছে বায়ো-বেসড মেটিরিয়াল এর সাহায্যে, ফোনের ব্যাক প্যানেলে ব্যবহার করা বায়োপলিমার উপাদান ফোনটিকে অন্যান্য স্মার্টফোনের থেকে বেশি ইকোফ্রেন্ডলি করে তোলে।

রিয়েলমি জিটি ২ প্রো; স্পেসিফিকেশন:

রিয়েলমির নতুন স্মার্টফোনটিতে ৬.৭ ইঞ্চির E4 অ্যামোলেড ডিসপ্লে যার রেজুলেশন ৩২১৬X১৪৪০। ১২০Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে এই স্মার্ট ফোনের ডিসপ্লের সাথে, এছাড়াও থাকছে কর্ণিং গরিলা গ্লাস ভিক্টাস এর সুরক্ষা।

ফ্ল্যাগশিপ লেভেলের এই স্মার্টফোনে তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে, যেখানে প্রাইমারি ক্যামেরায় থাকছে ৫০ মেগাপিক্সেল এর সনি আইএমএক্স ৭৬৬ সেন্সর অপটিক্যাল ইমেজ স্টাবিলিজেশন সহ। এছাড়া থাকছে সেকেন্ডারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং মাইক্রোস্কোপ ক্যামেরা ৩ মেগাপিক্সেল এর। ফ্রন্ট ফেসিং ক্যামেরার জন্যে ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

দুর্দান্ত পারফরমেন্সের জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং স্টোরেজ দেওয়া হয়েছে ১২জিবি RAM ও ৫১২জিবি পর্যন্ত।

৫০০০mAh ব্যাটারির সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে রিয়েলমি জিটি ২ প্রো স্মার্টফোনে।

আরো পড়ুন-স্মার্টফোন ২০২২: ২০০০০ টাকার মধ্যে সেরা ১০টি স্মার্টফোন

রিয়েলমি জিটি ২ প্রো; দাম ও অন্যান্য অফার:

রিয়েলমি জিটি ২ প্রো ভারতে দুটি মডেলর নিয়ে আসা হয়েছে যেখানে বেস মডেলটি থাকছে ৮জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট-এর সাথে, যার দাম ৪৯,৯৯৯ টাকা। অন্যদিকে দ্বিতীয় মডেলটি থাকছে ১২জিবি ও ২৫৬জিবি স্টোরেজ এর সাথে যার দাম ৫৭,৯৯৯ টাকা হতে চলেছে। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনটি, একটি হলো পেপার হোয়াইট, দ্বিতীয় পেপার গ্রিন এবং তৃতীয়টি স্টিল ব্ল্যাক। আগামী ১৪ই এপ্রিল থেকে এই স্মার্টফোনটিকে ফ্লিপকার্ট ও অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্ম গুলি থাকে কেনা যাবে।

এখানেই শেষ নয় এই স্মার্টফোনের উপর থাকছে আকর্ষণীয় অফার, এইচডিএফসি ব্যাংক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ডের সাহায্যে এই ফোনটি কিনলে পাওয়া যাবে ৫০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, এছাড়াও ইএমআই ট্রানজাকশন এর ক্ষেত্রেও এই একই অফার দেওয়া হচ্ছে।

Previous articleComet: সৌরমন্ডলে প্রবেশ করেছে এক নয়া ধুমকেতু, পৃথিবীর পাশ কাটিয়ে বেরোবে কবে
Next articleদাদাগিরির মঞ্চে আসছেন সর্বজয়া দেবশ্রী রায়, ভাইরাল হলো প্রোমো ভিডিও
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply