Comet: সৌরমন্ডলে প্রবেশ করেছে এক নয়া ধুমকেতু, পৃথিবীর পাশ কাটিয়ে বেরোবে কবে

Comet: সৌরমন্ডলে প্রবেশ করেছে নতুন এক ধুমকেতু, আর কিছুদিনের মধ্যেই এটি পৃথিবীর পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। আর একবার পৃথিবীকে অতিক্রম করলে এই ধূমকেতুর দেখা মিলবে হয়তো কোনো দিনই।

সৌরমন্ডলে ধুমকেতু (comet) এর দেখা মেলা খুবই সৌভাগ্যের ব্যাপার, কারণ এগুলি আমাদের সৌরমন্ডলে খুব কমই প্রবেশ করে। যেমন হ্যালির ধূমকেতুর নাম আমরা সকলেই জানি, এর দর্শন একবার পেলে দ্বিতীয় দর্শন পেতে অনেক বছর সময় লেগে যায়। যে কারণে এগুলি বিজ্ঞানী তথা মহাকাশ প্রেমীদের কাছে বেশ আকর্ষণীয়। ঠিক এরকমই একটি ধুমকেতু যার নাম C/2021 O3 (PanSTARRS) আমাদের সৌরমণ্ডলে প্রবেশ করেছে কিছুদিন আগেই, বর্তমানে এটি সৌরজগতের অন্তর্বর্তী গ্রহ গুলোর দিকে এগিয়ে আসছে। বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী মে মাসের মধ্যেই পৃথিবীর আকাশে দেখা মিলবে ধূমকেতুটির। বিজ্ঞানীরা এই ধুমকেতু সম্পর্কে জানিয়েছেন সৌরমন্ডলে প্রবেশের আগে কয়েক লক্ষ বছর পার করে ফেলেছে এই ধূমকেতুটি।

বিজ্ঞানীরা জানিয়েছেন যে ধূমকেতুটি সৌরমন্ডলে প্রবেশ করেছে সেই ধূমকেতুর আবিষ্কার হয়েছিল গত বছর জুলাই মাসে। বর্তমানে ধূমকেতুর অবস্থান সূর্যের পিছনে, অর্থাৎ সৌরমণ্ডলের সবচেয়ে দূরবর্তী স্থান Oort Cloud থেকে ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে এটি। বিজ্ঞানীরা জানিয়েছেন Oort Cloud একটি বাবল এর মত যেখান থেকে ধুমকেতু বেরিয়ে সৌরমণ্ডলের মধ্যে প্রবেশ করেছে। বিজ্ঞানীদের অনুমান যখন সূর্যের কাছাকাছি আসবে তখন অতিরিক্ত তাপের কারণে এটি বাষ্পীভূত হয়ে যেতে পারে।

আরো পড়ুন-চাইনিজ রকেট: পৃথিবীতে ভেঙে পড়লো চীনের রকেটের ধ্বংসাবশেষ, ছবি ভাইরাল টুইটারে

২০২১ সালে প্রথম আবিষ্কৃত হয় ধুমকেতুটি, এটি প্রথম ধরা পড়েছিল PanSTARRS নামক একটি টেলিস্কোপে যার থেকেই এর নামকরণ করা হয়েছে। যে সময় এই ধূমকেতুটির আবিষ্কার করা হয় তখন এর দূরত্ব ছিল পৃথিবী থেকে ৪৮ মিলিয়ন কিলোমিটার। আগামী ৮ মে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে এটি, ঐদিন পৃথিবী থেকে দূরত্ব থাকবে ৮ কোটি ২০ লক্ষ কিলোমিটার, অন্যদিকে ২১ এপ্রিল এটি সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করবে, বাইনোকুলারের সাহায্যে এই দৃশ্য দেখা সম্ভব হবে। যখন এটি পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করবে তখন একে খালি চোখে দেখা সম্ভব হবে না, তবে বাইনোকুলারের সাহায্যে দেখা যেতে পারে। বর্তমানে এই ধুমকেতুর উজ্জ্বলতা নিয়েও কোনো স্পষ্ট তথ্য বিজ্ঞানীরা দিতে পারেননি। বিজ্ঞানীরা জানিয়েছেন যদি এই ধুমকেতু সূর্যের মাধ্যাকর্ষণ বলের সম্মুখীন হওয়ার পর সেই বল কাটিয়ে উঠতে পারে তবে এটি সৌরমন্ডল থেকে বেরিয়ে যাবে এবং আর কখনোই এটা সৌরমন্ডল ফিরে আসবেনা।

“Comet: সৌরমন্ডলে প্রবেশ করেছে এক নয়া ধুমকেতু, পৃথিবীর পাশ কাটিয়ে বেরোবে কবে”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন