২০০০০ টাকার মধ্যে সেরা ১০টি স্মার্টফোন: বাজেটের মধ্যে দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ স্মার্টফোন কিনতে ইচ্ছুক? চলুন দেখে নেওয়া যাক আপনার বাজেটের মধ্যে সেরা ১০টি স্মার্টফোন (২০২২)।
আপনি কি এই বছরে নতুন স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাও আবার বাজেটের মধ্যে। যদি আপনার বাজেট ২০ হাজার টাকার মধ্যে হয় তাহলে এই দশটি স্মার্টফোন আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। এই স্মার্টফোনগুলোতে থাকবে দুর্দান্ত প্রসেসর, ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি। স্মার্টফোন গুলি আপনি কত দামের মধ্যে পাচ্ছেন এবং কি কি বিশেষত্ব রয়েছে এই স্মার্টফোনে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। স্মার্টফোনগুলোর একটি তালিকা নিচে দেয়া হল।
২০০০০ টাকার মধ্যে সেরা ১০টি স্মার্টফোন
১. রেডমি নোট ১০প্রো ম্যাক্স:

যদি আপনার বাজেট ২০ হাজার টাকার মধ্যে হয় তাহলে রেডমির এই ফোনটি হতে পারে আপনার সেরা পছন্দ। কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এর সাথে থাকছে ১০৮ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা সেনসর, ১২০Hz রিফ্রেশ রেট এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্নাপড্রাগণ ৭৩২জি। এছাড়া থাকছে ৫০২০ mAh ব্যাটারি ও আরো অনেক কিছু।
২. রেডমি নোট ১১প্রো:

রেডমি এর এই স্মার্টফোনটির দাম ভারতে শুরু হয়েছে ১৭,৯৯৯ টাকা থেকে। কোয়াড ক্যামেরা সেটআপ এর সাথে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেনসর থাকছে এই স্মার্টফোনে। ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, ৫০০০ mAh ব্যাটারি এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এই স্মার্টফোনে। প্রসেসর হিসেবে এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি ৯৬ প্রসেসর।
৩. পোকো এক্স৪ প্রো ৫জি:

সম্প্রতি ভারতীয় বাজারে Poco X3 pro এর সাকসেসর হিসেবে লঞ্চ হওয়া এই স্মার্টফোনটি, এটির দাম শুরু হয়েছে ১৮,৯৯৯ টাকা থেকে। স্নাপড্রাগোন ৫৯৫ 5G প্রসেসর, ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্ল-এর সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে এই স্মার্টফোনে। ৫০০০ mAh ব্যাটারি এবং ৬৭ ফাস্ট চার্জিং সাপোর্ট দেয়া হয়েছে। মিডিয়াম বাজেটে এটি একটি সেরা চয়েজ হতে পারে আপনার জন্যে।
২০০০০ টাকার মধ্যে সেরা ১০টি স্মার্টফোন
৪. রেডমি নোট ১১টি ৫জি:

রেডমি নোট ১১টি স্মার্টফোনের দাম ভারতে শুরু হচ্ছে ১৬,৯৯৯ টাকা থেকে। এই স্মার্টফোনে থাকছে ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, শক্তিশালী ৫০০০ ব্যাটারি। এছাড়াও ক্যামেরার জন্য দেওয়া হয়েছে দুটি রিয়ার ক্যামেরা সেটআপ যেখানে প্রাইমারি সেনসর থাকছে ৫০ মেগাপিক্সেল এর।
৫. রেডমি নোট ১১ এস:

রেডমির আরও একটি স্মার্টফোন যেটি আপনার ২০ হাজার টাকা বাজেটের মধ্যেই কিনে ফেলতে পারবেন সেটি হল রেডমি নোট ১১ এস। এই স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ১৬,৪৯৯ টাকা থেকে। মিডিয়াটেক হেলিও জি৯০ প্রসেসর এর সাথে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে, এছাড়া এই স্মার্টফোনের রিয়ার প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের। ৫০০০ ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও থাকছে এই স্মার্টফোনটিতে।
সেরা ১০টি স্মার্টফোন ২০০০০ টাকার মধ্যে
৬. রিয়েলমি ৯ এসই:

প্রসেসরের দিক থেকে রিয়েলমি ৯ এসই স্মার্টফোনটি আপনার একটি সেরা পছন্দ হতে পারে। ২০ হাজার টাকার মধ্যে এই স্মার্টফোনটি সবচেয়ে ভালো প্রসেসর নিয়ে এসেছে বাজারে। স্নাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, আইপিএস এলসিডি ডিসপ্লে ১৪৪Hz রিফ্রেশ রেট সহ পাওয়া যাবে স্মার্টফোনের সাথে। এছাড়াও থাকছে ফাস্ট চার্জিং সহ ৫০০০ mAh ব্যাটারি।
৭. আইকিউওও জেডথ্রি:

মাত্র ১৬,৯৯৯ টাকায় এই স্মার্টফোনটি কিনে নিতে পারবেন আপনি, শুধু তাই নয় বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম গুলিতে আরো ১ হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যেতে পারে এই স্মার্টফোনের উপর। স্ন্যাপড্রাগন ৭৬৮ প্রসেসর সহ ৫জি সাপোর্ট থাকছে এই স্মার্টফোনে, আইপিএস এলসিডি ডিসপ্লে ১২০০Hz রিফ্রেশ রেট এবং ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে আইকিউওও জেডথ্রি স্মার্টফোনের সাথে।
২০০০০ টাকার মধ্যে সেরা ১০টি স্মার্টফোন
৮. লাভা অগ্নি ৫জি:

লাভা নিয়ে আসলো প্রথম ৫জি স্মার্টফোন ভারতের বাজারে যার দাম ১৬,৯৯০ টাকা। মিডিয়াটেক ডায়মন্ডসিটি ৮১০ প্রসেসর এবং ৫০০০ mAh ব্যাটারিসহ, এই স্মার্টফোনটি একটি ভালো চয়েজ হতে পারে লাভা এর স্মার্টফোন প্রেমীদের জন্য।
৯. ইনফিনিক্স নোট ১০ প্রো:

ইনফিনিক্স নোট ১০প্রো স্মার্টফোনটি ভারতীয় বাজারে দাম ১৬,৯৯৯ টাকা। মিডিয়াটেক হেলিও জি৯০ প্রসেসর, ৯০Hz রিফ্রেশ রেট, কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে, এই স্মার্টফোনে প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ২০ হাজার টাকা দামের মধ্যে সবচেয়ে বেশি স্টোরেজ ৮জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে এই স্মার্টফোনের, এছাড়াও থাকছে ৫০০০ mAh ব্যাটারি, স্টেরিও স্পিকার ইত্যাদি।
১০. ভিভো টি১ ৫জি:

ভিভো টি১ ৫জি ফোনটি ২০ হাজার টাকা দামের মধ্যে সবচেয়ে কম দামে পাওয়া একটি স্মার্টফোন, মাত্র ১৫,৯৯০ টাকায় এই স্মার্টফোনটি কিনতে পারবেন আপনি। স্মার্টফোনের প্রসেসর দেয়া হয়েছে স্নাপড্রাগণ ৬৭৫। ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর, ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে এই স্মার্টফোনে, এছাড়াও ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৫৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে।
আরো পড়ুন-Motorola: ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর নিয়ে আসছে মটোরোলা, জেনেনিন বিস্তারিত
[…] […]