প্রায় ১ হাজার ফুট গভীর সমুদ্র শনির উপগ্রহ টাইটানে। বিজ্ঞানীদের এক অবিশ্বাস্য আবিষ্কার

১ হাজার ফুট গভীর সমুদ্র শনির উপগ্রহ টাইটানে
১ হাজার ফুট গভীর সমুদ্র শনির উপগ্রহ টাইটানে

আমরা সবাই জানি শনির উপগ্রহ টাইটান এবং এই টাইটানে এই একটি বিশাল সমুদ্র রয়েছে। টাইটানের বিশাল সমুদ্রের আয়তন প্রায় ১ লক্ষ ৫৪ হাজার বর্গমাইল। এই বিশাল সমুদ্রে মিথেন গ্যাস তরল অবস্থায় রয়েছে। অনেক বিজ্ঞানী মনে করেন, পৃথিবীর জন্মের শুরুতে পৃথিবীতে যে তরল অবস্থান করত তা খানিকটা টাইটানের এই সমুদ্রের মতই। কিন্তু বর্তমানে যে খবরটি সংবাদমাধ্যমের এসেছে সেটা হলো এই বিশাল সমুদ্রের গভীরতা ৩০০ বা ৪০০ ফুট নয়, প্রায় ১০০০ ফুটের বেশি গভীর এই উপগ্রহের সমুদ্র। যা দেখে বিজ্ঞানীরা বিস্মিত হয়েছেন, তারা কখনোই টাইটানের গভীরতা এতটা আশা করেনি।

আরো পড়ুন- বৃহস্পতির উত্তর ও দক্ষিণ গোলার্ধের ছবি প্রকাশ করল নাসা

১ হাজার ফুট গভীর সমুদ্র শনির উপগ্রহ টাইটানে

তবে শনির এই উপগ্রহ টাইটানের সমুদ্রের গভীরতা সামনে আসতেই বিজ্ঞানীদের কাছে এর পরীক্ষা-নিরীক্ষা করার বড় সুযোগ চলে এসেছে। বিজ্ঞানীদের মতে টাইটানের এই সমুদ্রে খুব সহজেই রোবটিক জাহাজ বা সাবমেরিন চালানো যাবে। রোবটিক জাহাজের সাহায্যে টাইটানের এই সমুদ্রের ঘনত্ব, প্রবাহ থেকে শুরু করে তরলের উৎস ও অনেক সূক্ষ্ম সূক্ষ্ম তথ্য সংগ্রহ করতে পারবে।

সুতরাং বলা যেতেই পারে অদূর ভবিষ্যতে নাসা শনির উপগ্রহ টাইটানে কোন মহাকাশযান অবশ্যই পাঠাবে বিশদে তথ্যাবলী সংগ্রহের জন্য।

Previous articleউন্মুক্ত ক্লিভেজ হট ফটোশ্যুট করলেন বাঙালি অভিনেত্রী
Next articleতারার ধ্বংসের ফলে সৃষ্ট নিউট্রন নক্ষত্রের ছবি শেয়ার করলো নাসা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply