তারার ধ্বংসের ফলে সৃষ্ট নিউট্রন নক্ষত্রের ছবি শেয়ার করলো নাসা

প্রতিমুহূর্তে মহাকাশে ঘটে চলা বিরল থেকে বিরলতম ঘটনা গুলি আমাদের সকলের সামনে তুলে ধরে NASA। আর এই ঘটনা গুলির উপর প্রতিমুহূর্তে নজর রেখে চলেছে অতি উন্নত প্রযুক্তির টেলিস্কোপ গুলি। সম্প্রতি এই উন্নত প্রযুক্তির টেলিস্কোপ গুলির মধ্যে একটি যেটির নাম চন্দ্র এক্সরে অবজারভেটরি টেলিস্কোপ (Chandra X-ray Observatory) মহাকাশে ঘটে যাওয়া এক বিরল ঘটনার ছবি নাসার কাছে পাঠায়। যা প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তারার ধ্বংসের ফলে সৃষ্ট নিউট্রন নক্ষত্রের ছবি শেয়ার করলো নাসা

NASA এর Chandra X-ray Observatory টেলিস্কোপটি মহাকাশে একটি নক্ষত্রের মৃত্যু কালীন সময় কি কি ঘটে তারই একটি সুস্পষ্ট ছবি তুলে পাঠায়। যে ছবিটি NASA এর @nasachandraxray ইনস্টাগ্রাম প্রোফাইলটিতে প্রকাশ করা হয়। মহাকাশে একটি নক্ষত্রের মৃত্যুর পর কি কি ঘটে সে বিষয়ে জেনে নেওয়া যাক। মহাকাশে বিশাল বিশাল নক্ষত্র গুলির মধ্যে যখন একটি নক্ষত্র মারা যায় বা ধ্বংস হয় তখন সেটির মৃত্যুর সাথে সাথেই ঘটে বিশাল বিস্ফোরন। আর এই বিশাল বিস্ফোরণের ফলে মহাকাশে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। বিস্ফোরণের কারণে সেই জায়গায় সৃষ্টি হতে পারে ব্ল্যাকহোল (Black Hole) অথবা নিউট্রন নক্ষত্রের (Nutron Star)। ব্ল্যাকহোল এবং নিউট্রন নক্ষত্র দুটির আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে।

আরও পড়ুন – বৃহস্পতির উত্তর ও দক্ষিণ গোলার্ধের ছবি প্রকাশ করল নাসা

মহাকাশে যখন কোন তারার মৃত্যু হয় তখন প্রচন্ড বিস্ফোরণ ঘটে। যার ফলে সৃষ্টি হয় নিউট্রন নক্ষত্রের। নিউট্রন নক্ষত্রের ঘনত্বের পরিমাণ হয় বিশাল। এর ঘনত্ব কতটা পরিমাণ হয় তা বোঝানোর জন্য বলা যেতে পারে একটি ছোট্ট চিনির দানা পরিমাণ নিউট্রন নক্ষত্রের ওজন হতে পারে ১০০ কেজি টনেরও বেশি। অতএব ধারণা করতে পারছেন এর ঘনত্বের পরিমান এবং ক্ষমতা সম্পর্কে। NASA এর Chandra X-ray Observatory যে নিউট্রন নক্ষত্রের ছবি তুলতে সক্ষম হয়েছে সেই নিউট্রন নক্ষত্রটির ওজন পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের ওজনের সমান।

অপরদিকে নক্ষত্রের মৃত্যুতে নিউট্রন নক্ষত্র ছাড়াও সৃষ্টি হতে পারে ব্ল্যাকহোলের। মহাকাশের সৃষ্ট এই ব্ল্যাকহোলের মাঝে সৃষ্টি হওয়া অভিকর্ষ বলের ক্ষমতা এতটাই বেশি হয় যে আলো পর্যন্ত সে অঞ্চল পার করে আসতে পারে না। তারার ধ্বংসের ফলে সৃষ্টি হওয়া ব্ল্যাকহোল গুলি আজও রহস্যের ঘেরাটোপে রয়ে গেছে।

মহাকাশে তারার মৃত্যুর ফলে যে বিস্ফোরণ হয় তাকে বলা হয় সুপার্ নোভা (Super Nova)। আর এই সুপার নোভার ফলে সৃষ্টি নিউট্রন নক্ষত্রটির নাম RCW 103। এই নিউটন নক্ষত্রটির যে ছবি Chandra X-ray টেলিস্কোপটি পাঠিয়েছে সেটি ভীষণ উজ্জ্বল এবং আপনার স্মার্টফোনে ব্যবহৃত মহাজাগতিক ওয়ালপেপার গুলির মতই সুন্দর।

“তারার ধ্বংসের ফলে সৃষ্ট নিউট্রন নক্ষত্রের ছবি শেয়ার করলো নাসা”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন