সৌরজগতের বাইরে খুঁজে পাওয়া গেল এক নতুন পাথুরে গ্রহ

সৌরজগতের বাইরে খুঁজে পাওয়া গেল এক নতুন পাথুরে গ্রহ

সময়ের সাথে সাথে মহাকাশ গবেষণা আরো উন্নত হচ্ছে। আর মহাকাশের নানান অজানা তথ্য উন্মোচন হচ্ছে। এবার সৌরজগতের বাইরে খোঁজ পাওয়া গেল নতুন একটি গ্রহের। (NASA) নাসার বিজ্ঞানীদের কাছে এটা একটা বড় সাফল্য।গ্রহটি পৃথিবীর থেকে প্রায় 50 শতাংশ বড়। গ্রহটির ভর বেশি হওয়া সত্ত্বেও এর ঘনত্ব পৃথিবীর মতোই। 

এছাড়াও জানা গেছে গ্রহটি যেমন আকারে বিশাল তেমনই গ্রহটি পৃথিবীর তুলনায় তিনগুণ বেশি ভারী। বিজ্ঞানীরা পৃথিবীর সাথে মিল থাকা এই নতুন গ্রহটির নাম রেখেছেন TOI -561B। নাসার TESS মিশন এর অন্তর্গত বিজ্ঞানীরাই গ্রহটির নামকরণ করেছেন। এটি TESS মিশনের নতুন সাফল্য। বিজ্ঞানীরা নতুন গ্রহটি সম্পর্কে যে তথ্য গুলি তুলে ধরেছেন তা অবশ্যই চমকপ্রদ। 

আরও পড়ুন – তারার ধ্বংসের ফলে সৃষ্ট নিউট্রন নক্ষত্রের ছবি শেয়ার করলো নাসা

জানা গেছে গ্রহটি তার নিজের নক্ষত্র কে 24 ঘণ্টারও কম সময়ে একবার প্রদক্ষিণ করে। বলা হয়েছে নতুন আবিষ্কার হওয়া এই গ্রহটি পৃথিবীর তুলনায় অনেক বেশি রুক্ষ এবং পাথুরে। পৃথিবীর সাথে গ্রহটির কিছু মিল থাকার কারণে এটিকে সুপার অর্থও বলা হয়েছে। 

সৌরজগতের বাইরে খুঁজে পাওয়া গেল এক নতুন পাথুরে গ্রহ

এইবার খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা? এই ক্ষেত্রে বিজ্ঞানীরা নিরাশা দিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন এখানকার তাপমাত্রা পৃথিবীর তুলনায় অত্যাধিক বেশি তাই এখানে প্রাণের অস্তিত্ব পাওয়া অসম্ভব। তবে প্রাণের সন্ধান না পেলেও এই গ্রহ থেকে অনেক তথ্য জানা যেতে পারে।

বিজ্ঞানীরা গ্রহটির ব্যাপারে আরও জানিয়েছেন যে নতুন এই গ্রহটি আবিষ্কৃত পাথুরেময় গ্রহ গুলির মধ্যে সবচেয়ে প্রাচীন। যেখানে আমাদের সৌরজগতের নক্ষত্র সূর্য 4.5 মিলিয়ন বছর আগে সৃষ্ট, সেখানে এই নতুন আবিষ্কৃত গ্রহটি সম্ভবত 10 বিলিয়ন বছর আগে সৃষ্ট। গবেষকরা এখনো এই গ্রহটির ব্যাপারে গবেষণা চালিয়ে যাচ্ছে। 

“সৌরজগতের বাইরে খুঁজে পাওয়া গেল এক নতুন পাথুরে গ্রহ”-এ 1-টি মন্তব্য

Leave a Reply