লালগ্রহে ভূমিধ্বস, গলে যাওয়া বরফ এবং ভূপৃষ্ঠের নিচের লবণকে দায়ী করছেন বিজ্ঞানীরা

লালগ্রহে ভূমিধ্বস

পৃথিবী থেকে বহুদূর অবস্থিত বরফে জমা নিরিবিলি লাল রং-এর গ্রহ মঙ্গল। নিরিবিলি গ্রহ হলেও প্রতি মুহূর্তেই বিশেষ কিছু ঘটে চলেছে এই লাল গ্রহে। নাসা সম্প্রতি তাদের মঙ্গল কে কেন্দ্র করে করা ইন্সাইট মিশন (InSight mission) এর দ্বারা জানতে পেরেছে মঙ্গল প্রায়শই marsquakes বা ঘটে যাওয়া ভূমিকম্প দ্বারা প্রভাবিত হয়।

লালগ্রহে ভূমিধ্বস

মঙ্গলে ঘটেছে বা ভূমিকম্প গুলি ছাড়াও এই গ্রহে আরো একটি বিষয়ে বিজ্ঞানীদের আকর্ষণের কারণ হয়ে উঠেছে। লালগ্রহে ভূমিকম্প ছাড়াও রয়েছে RSL (Recurring Slope Lineae)। কিছুটা পৃথিবীতে ঘটে যাওয়া ভূমিধ্বস এর মতই। তবে পৃথিবীর বুকে ঘটা ভূমিধ্বসের কারণ জানা থাকলেও মঙ্গলের ভূমিধ্বস-এর কারণ এখনো পর্যন্ত বিজ্ঞানীদের অজানা।

আরো পড়ুন – ব্ল্যাকহোল-এর মাঝে কি প্রবেশ করা সম্ভব

নাসার তরফ থেকে জানানো হয়; মঙ্গলে ঘটে যাওয়া এই রহস্যময় ভূমিধ্বস গুলি এখনো পর্যন্ত কোনো রোভার বা ল্যান্ডার দ্বারা ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি। যে কারণে গবেষকরা এই রহস্যময় ভূমিধ্বসের কারণ বোঝার জন্য ল্যাব এক্সপেরিমেন্ট এবং মার্টিয়ান এনালগ এর সাহায্য নিচ্ছেন। যার সাহায্যে তারা মঙ্গলে রহস্যময় ভূমিধ্বসের পিছনের সত্যতা জানতে এবং বুঝতে পারবেন।

গবেষকরা জানান, এই ধরনের রহস্যময় ভূমিধ্বস যে কেবল মঙ্গলেই হয়ে থাকে তা নয়। আমাদের গ্রহেও এই ধরনের ভূমিধ্বস লক্ষ্য করেছেন তারা। তবে ভূমিধ্বস গুলি কেবল দক্ষিণ আমেরিকায় অবস্থিত চিলির আটকামা মরুভূমি, মৃত সাগর এবং আন্টার্টিকাতে লক্ষ করেছেন তারা। এই জায়গাগুলি পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পারেন, এই অঞ্চলের অতিরিক্ত পরিমাণ লবণ যখন জল এবং সালফেট এর সংস্পর্শে আসে তখন ভূমিধ্বস লক্ষ্য করা যায়। মঙ্গলে রহস্যময় ভূমিধ্বসের কারণ এর কোনো সঠিক প্রমাণ না থাকলেও গলে যাওয়া বরফ এবং ভূপৃষ্ঠের নিচে লবনকেই দায়ী করছেন বিজ্ঞানীরা।

Previous articleপাবজি মোবাইল আপডেট (১.৩ বিটা) : ৫ টি বড় পরিবর্তন
Next articleমঙ্গলের বায়ুমণ্ডল সরে যাচ্ছে প্রাকৃতিক উপগ্রহ ফোবসের দিকে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply