মঙ্গলের বায়ুমণ্ডল সরে যাচ্ছে প্রাকৃতিক উপগ্রহ ফোবসের দিকে

সম্প্রতি জানা গেছে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল সরে যাচ্ছে। বায়ুমণ্ডলের ক্ষুদ্র ক্ষুদ্র কনারা মঙ্গলের ওপর থেকে সরে চলে যাচ্ছে মঙ্গলের দুটি প্রাকৃতিক উপগ্রহের একটি ফোবসে। পৃথিবীতে বায়ুমণ্ডল রয়েছে কিন্তু তা সরে যাচ্ছে না পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানের জন্য। সেই দিক দিয়ে মঙ্গলের মধ্যাকর্ষণ টান অনেকটাই দুর্বল। তাই সম্ভবত মঙ্গল তার বায়ুমন্ডলকে ধরে রাখতে পারছে না।

মঙ্গলে বহু সময় আগেই উবে গেছিল বায়ুমণ্ডল। তবে বর্তমানে বেঁচে থাকা সামান্য অংশটুকুও সরে যাচ্ছে গ্রহ থেকে। মঙ্গলের বায়ুর কণার স্থান পরিবর্তন করার ছবি তুলেছে মঙ্গলের জলবায়ুর ওপর নজর রাখা নাসার উপগ্রহ মাভেন। মাভেনের দ্বারা প্রাপ্ত এই সমস্ত তথ্য বিশ্লেষণ করেছেন নাসার বিজ্ঞানীরা। যে সমস্ত বায়ুর কণা সরে যাচ্ছে সেগুলি হল কার্বন, অক্সিজেন, আর্গন এবং নাইট্রোজেন অয়ন। যা আমাদের গ্রহে প্রচুর পরিমাণে রয়েছে।

আরও পড়ুন – লালগ্রহে ভূমিধ্বস, গলে যাওয়া বরফ এবং ভূপৃষ্ঠের নিচের লবণকে দায়ী করছেন বিজ্ঞানীরা

সম্প্রতি গবেষকদের দ্বারা জানা যায় এই ঘটনাটি, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিজ্ঞানীদের মধ্যে। মঙ্গলের বায়ুমণ্ডল সরে যাচ্ছে মঙ্গলের উপগ্রহ ফোবসের দিকে। মঙ্গলের এই বায়ু কনার স্থান পরিবর্তন করার বিষয়ে গবেষকরা গবেষণা চালাচ্ছে। গবেষকরা মনে করছেন মঙ্গলের বায়ুমণ্ডলের ইতিহাস জানা যেতে পারে ক্রমশ সরে যাওয়া এই সমস্ত বায়ুর কণার থেকে।

Leave a Reply