চেন্নাইতে ভারত ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচে ভারতের পরাজয়ের পরই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন টুইটারে ভারতকে এক প্রকার খোঁচা দিয়ে লেখেন ” গাব্বাতে ভারত নেথেন লায়নের ১০০তম টেস্ট ম্যাচে স্বাক্ষর করা জার্সি উপহার দিয়েছিল। হেরে যাওয়ার পর রুট কি আজ পেয়েছে? নিশ্চিত নই যদি পেয়ে থাকেন? কেউ কি নিশ্চিত করে বলতে পারেন?
India gifted @NathLyon421 a signed shirt for his 100th Test at the end of the Gabba Win … Did @root66 receive one today after the loss ?? Not sure if it happened ? Can anyone confirm ?
— Michael Vaughan (@MichaelVaughan) February 9, 2021
Twitter source @MichaelVaughan (Michael Vaughan)
ভন কেন এই টুইট করলেন:-
প্রসঙ্গত ভারত-অস্ট্রেলিয়া ৪ টেস্ট ম্যাচের সিরিজের চতুর্থ টেস্ট ছিল অস্ট্রেলিয়ার স্পিন বোলার নেথেন লায়নের ১০০তম টেস্ট। ভারত সেই টেস্ট এবং অস্ট্রেলিয়া সিরিজ জিতে যায়, ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অজিঙ্কা রাহানে ভারতের সমস্ত খেলোয়াড়দের স্বাক্ষর করা একটি জার্সি নেথেন লায়ন কে উপহার স্বরূপ দিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে এনে মাইকেল ভন এই টুইট করেন।
আরো পড়ুন- বলিউডের তিন খানের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলো কি কি দেখে নেওয়া যাক
আসলে চেন্নাই টেস্ট ছিল জো রুটের ১০০তম টেস্ট এবং ঘটনাক্রমে ভারত এই টেস্ট হেরে যায়। কিন্তু ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবার ভারতীয় দলের পক্ষ থেকে কোনো স্বাক্ষর করা জার্সি দেওয়া হয় না। এই কারণে ভন টুইট করে প্রশ্নটি তোলে।
[…] […]
[…] আরও পড়ুন – মাইকেল ভনের খোঁচা ভারতকে… […]