মাইকেল ভনের খোঁচা ভারতকে- ‘হারের পর রুট কি স্বাক্ষর করা জার্সি আজ পেয়েছে’?

মাইকেল ভনের খোঁচা ভারতকে- 'হারের পর রুট কি স্বাক্ষর করা জার্সি আজ পেয়েছে'?

চেন্নাইতে ভারত ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচে ভারতের পরাজয়ের পরই প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন টুইটারে ভারতকে এক প্রকার খোঁচা দিয়ে লেখেন ” গাব্বাতে ভারত নেথেন লায়নের ১০০তম টেস্ট ম্যাচে স্বাক্ষর করা জার্সি উপহার দিয়েছিল। হেরে যাওয়ার পর রুট কি আজ পেয়েছে? নিশ্চিত নই যদি পেয়ে থাকেন? কেউ কি নিশ্চিত করে বলতে পারেন?

Twitter source @MichaelVaughan (Michael Vaughan)

ভন কেন এই টুইট করলেন:-

প্রসঙ্গত ভারত-অস্ট্রেলিয়া ৪ টেস্ট ম্যাচের সিরিজের চতুর্থ টেস্ট ছিল অস্ট্রেলিয়ার স্পিন বোলার নেথেন লায়নের ১০০তম টেস্ট। ভারত সেই টেস্ট এবং অস্ট্রেলিয়া সিরিজ জিতে যায়, ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অজিঙ্কা রাহানে ভারতের সমস্ত খেলোয়াড়দের স্বাক্ষর করা একটি জার্সি নেথেন লায়ন কে উপহার স্বরূপ দিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে এনে মাইকেল ভন এই টুইট করেন।

আরো পড়ুন- বলিউডের তিন খানের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলো কি কি দেখে নেওয়া যাক

আসলে চেন্নাই টেস্ট ছিল জো রুটের ১০০তম টেস্ট এবং ঘটনাক্রমে ভারত এই টেস্ট হেরে যায়। কিন্তু ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবার ভারতীয় দলের পক্ষ থেকে কোনো স্বাক্ষর করা জার্সি দেওয়া হয় না। এই কারণে ভন টুইট করে প্রশ্নটি তোলে।

Previous articleমঙ্গলের বায়ুমণ্ডল সরে যাচ্ছে প্রাকৃতিক উপগ্রহ ফোবসের দিকে
Next articleমঙ্গলে মানুষ বসবাসের উপযুক্ত জায়গা খুঁজে পেল নাসা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply