সূর্য কুমার যাদব কে দেখে ভিভেন রিচার্ডের কথা মনে পড়ে গেল- শ্রীলংকার কোচ

বর্তমানে সূর্য কুমার যাদব নিজের জীবনের সেরা ফর্মে রয়েছেন। তার এই ফর্মের দৌলতে টি-টোয়েন্টি ক্রিকেটে রেংকিং-এ ১ নম্বর স্থানে পৌঁছে গেছেন তিনি। শ্রীলংকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তার দুরন্ত শতরান সারা বিশ্বের নজর কেরেছে। তাকে নিয়ে এবার প্রশংসা করলেন শ্রীলংকার প্রাক্তন কোচ অস্ট্রেলিয়ান ক্রিকেটার টপ মুডি।

স্পোর্টস টাক এর একটি শো-তে টম মুডি সূর্য কুমার যাদব প্রসঙ্গে বলেন যে, “সূর্যকুমার যাদব আমার প্রিয় টি-টোয়েন্টি ব্যাটার। তিনি যেভাবে খেলেন, তা শ্বাসরুদ্ধকর। এটা আমাকে খুব মনে করিয়ে দেয়… যখন আমি একজন তরুণ ক্রিকেটার ছিলাম, ভিভিয়ান রিচার্ডসের খেলা দেখতাম। যে ম্যাচ কে একা হাতে খেলার নিয়ন্ত্রণ করতে পারে বলে মনে হয়।”

আরো পড়ুন- ভারত শ্রীলংকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২০২৩: highlights

সূর্য কুমার যাদব নিজেকে 360 ডিগ্রী খেলোয়াড় রূপে পরিবেশন করছেন যা দর্শকদের এবি ডি ভিলিয়ার্সের কথা মনে করিয়ে দিচ্ছে। সূর্য কুমার যাদব ফাস্ট বলের পাশাপাশি স্কিন বোলিং যথেষ্ট ভালো খেলেন যা ভারতের মাটিতে একপ্রকার এক্স ফ্যাক্টরের কাজ করছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তার এই ফর্মের দৌলতে তাকে টি-টোয়েন্টি ক্রিকেটে সহ অধিনায়ক পদে বসানো হয়। এর সঙ্গে ফেব্রুয়ারিতে হতে চলা বর্ডার-গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে তাকে জায়গা দেওয়া হয়েছে।

Leave a Reply