জার্সির জন্য পারিশ্রমিক কমালেন শাহিদ কাপুর

সম্প্রতি সিনেমা নির্মাতারা জার্সি নামক সিনেমা তৈরির কাজ শেষ করেছে। ক্রিকেট খেলা বিষয়ের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে সিনেমাটি। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছে শাহিদ কাপুর। সিনেমাটি ৩১.১২.২০২১ তারিখে সিনেমা-হলে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এই সময় দেশে করোনার প্রভাব পুনরায় বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে তাই দিল্লি সরকার দিল্লির সমস্ত সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স গুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা করেছে।

এই রকম পরিস্থিতির কারণে সিনেমা হলে মুক্তি পাচ্ছে না জার্সি। নয়াদিল্লিতে সমস্ত সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই ঘটনায় ছবি নির্মাতারা সিনেমাটির মুক্তি নিয়ে সমস্যায় পড়ে গেছে। যেহেতু এরকম পরিস্থিতিতে সিনেমা হলে সিনেমাটির মুক্তি এবং চালানো সম্ভব নয়, সে কারণে ছবির নির্মাতারা চাইছেন জার্সি সিনেমাটি কে ও টি টি প্লাটফর্মে রিলিজ করতে। যাতে সঠিক সময়ে সিনেমা হলে সিনেমা টি না চললে দর্শকরা ও টি টি প্ল্যাটফর্ম এর মাধ্যমে সিনেমাটি উপভোগ করতে পারে।

আরও পড়ুন – পরণে কেবলমাত্র একটি তোয়ালে! উষ্ণতা ছড়াচ্ছে এই বলিউড অভিনেতা

নেটফ্লিক্সের তরফ থেকে জার্সি সিনেমার নির্মাতাদের সে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু ও টি টি প্লাটফর্মে সিনেমাটি মুক্তি নিয়ে নারাজ সিনেমার মুখ্য চরিত্রের অভিনেতা তথা নায়ক শাহিদ কাপুর। তিনি চান সিনেমাটি সিনেমা হলেই মুক্তি পাক। এই বিষয়ে তিনি সিনেমাটির নির্মাতাদের সঙ্গে বৈঠক করেছেন। দর্শক সিনেমাটিকে সিনেমা হলে দেখতে বেশি পছন্দ করবেন, এই মত প্রকাশ করেছেন শাহিদ কাপুর।

তার কথার প্রসঙ্গে সিনেমাটির বিপুল ব্যায়ের প্রসঙ্গ উঠে আসে। এই প্রসঙ্গে শাহিদ জানিয়েছেন সিনেমাটি করার জন্য তার পারিশ্রমিক ৩১ কোটি টাকা। কিন্তু যাতে সিনেমা টি এই রকম পরিস্থিতিতে কিছুদিন অপেক্ষা হলে মুক্তি পায় সেই জন্য তার পারিশ্রমিক কম নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। নানা খরচ বাবদ মোট ১০ কোটি টাকা কম নেওয়ার কথা জানান অভিনেতা। তার কথায় অভিভূত ছবির নির্মাতারা। শেষে ঠিক হয় পরে সিনেমাটি হলেই মুক্তি পাবে।

“জার্সির জন্য পারিশ্রমিক কমালেন শাহিদ কাপুর”-এ 1-টি মন্তব্য

Leave a Reply