হোয়াটসঅ্যাপ কী আনতে চলেছে ৩ টি ব্লু টিক? জেনে নিন এখনি

বর্তমান যুগে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে প্রচুর চাহিদা রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এর। আমরা প্রায় সকলেই ব্যবহার করে থাকি (WhatsApp) হোয়াটসঅ্যাপ। যেখানে আমরা এসএমএস, ভিডিও কল, ভয়েস কলের মাধ্যমে একে অন্যের সাথে বার্তালাপ করতে পারি। এছাড়াও হোয়াটসঅ্যাপের বেশকিছু ফিচার রয়েছে। আমরা সকলেই জানি হোয়াটসঅ্যাপে দুটি ব্লুটিক রয়েছে। যেগুলো আমাদের বুঝতে সাহায্য করে আমাদের বার্তা অপরজনের কাছে পৌঁছেছে কিনা।

তবে সম্প্রতি একটা খবর কিছুদিন ধরে সামনে আসছে। খবরটিতে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে দুটি ব্লুটিক এর পরিবর্তে তিনটি ব্লুটিক আসতে চলেছে। (WhatsApp 3rd blue tick)এই তিন নম্বর ব্লুটিক এর কাজ হল যখন আপনার কোন এসএমএস এর স্ক্রীনশট অন্য কোন ব্যক্তি তার ফোন থেকে নেবে তখন সেটি আপনি তিন নাম্বার ব্লুটিকের মাধ্যমে জানতে পারবেন।

আরও পড়ুন – Whatsapp Web: আসতে চলেছে নতুন ফিচার, নির্দিষ্ট ব্যক্তির জন্য বন্ধ করা যাবে লাস্ট সিন এবং প্রোফাইল পিকচার

বর্তমানে হোয়াটসঅ্যাপে দুটি ব্লুটিক রয়েছে। একটি টিক মানে আপনার বার্তা অন্য ব্যাক্তির কাছে পৌঁছায়নি। দুটি টিক মানে আপনার বার্তা অন্য ব্যাক্তির কাছে পৌঁছে গেছে। আর দুটি ব্লুটিক মানে আপনার বার্তা সেই ব্যাক্তি দেখেছেন।

তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপের এই নতুন তিন নম্বর ব্লু টিক এর বিষয়ে হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে কোন খবর ঘোষণা করা হয়নি। এমনকি হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার WABetainfo– এর তরফ থেকে জানানো হয়েছে এই হোয়াটসঅ্যাপ থার্ড ব্লু টিক এর খবরটি সম্পূর্ণ ভুল। হোয়াটসঅ্যাপের তিন নম্বর ব্লুটিক আনার ব্যাপারে এখনও কোন পরিকল্পনা নেই।

“হোয়াটসঅ্যাপ কী আনতে চলেছে ৩ টি ব্লু টিক? জেনে নিন এখনি”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন