শাহরুখ খানের টুইট|Shahrukh Khan tweet
কলকাতা নাইট রাইডার্স এর দ্বিতীয় ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে চাণক্যের আসনে থাকবার পর হারের মুখ দেখতে হয়েছে তাদের। 10 রানে মুম্বাইয়ের বিপক্ষে হারের পরই শাহরুখ খান তাঁর টুইটের মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেছে। টুইটারে তিনি লিখেছেন যে, “হতাশাজনক প্রদর্শন। Kkr দর্শকদের কাছে কমপক্ষে ক্ষমা চাওয়া উচিত”। এই টুইটের পরই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়, কারণ সাধারণত কিং খান এই ধরনের টুইট করেন না। এরপূর্বে KKR হেরে গেলেও তিনি তাদের উৎসাহ যুগিয়েছেন। কিন্তু KKR VS MI ম্যাচের ফলাফলে যে তিনি খুবই হতাশ হয়েছেন, সেটা তার টুইট দেখে বোঝা যাচ্ছে।
আরো পড়ুন- ICC ODI RANKING: বিরাট কোহলি কে টপকে বাবর আজম ১ নম্বর স্থান দখল করল
শাহরুখের টুইট প্রসঙ্গে আন্দ্রে রাসেল কি বলেছেন?
শাহরুখ খানের টুইট প্রসঙ্গে আন্দ্রে রাসেল কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি টুটটিকে সমর্থন করলেও, শাহরুখ খানের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেননি। রাসেল বলেছেন “আমি শাহরুখের টুইট কে সমর্থন করলেও দিনের শেষে এটি একটি ক্রিকেট ম্যাচ। পরিস্থিতি যখন তখন ঘুরে যেতে পারে, ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যায় না।
তিনি আরো বলেন যে “আমরা এখনো আত্মবিশ্বাসী। আমাদের খেলোয়াড়দের জন্য আমরা গর্বিত, আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি, এখানে সব শেষ নয়, এটা সবে দ্বিতীয় ম্যাচ ছিল। আমরা অবশ্যই এর থেকে শিক্ষা নেব”।
আসলে KKR VS MI ম্যাচে প্রথমে ব্যাটে নেমে মুম্বাই 152/10 রান করে। সেই রান তাড়া করতে নেমে শেষ 5 ওভারে kkr এর দরকার ছিল মাত্র 30 রান। সেখান থেকেই ম্যাচ ঘুরেযায় MI এর হাতে। জসপ্রিত বুমরার দুরন্ত বোলিংয়ের সামনে আন্দ্রে রাসেল ও দীনেশ কার্তিককে খুবই অসহায় মনে হয়। শেষ পর্যন্ত 10 রানে পরাজিত হয় কলকাতা।
আরো পড়ুন- বিরাট কোহলি তামান্না ভাটিয়ার ব্যক্তিগত বিমানে। ইনস্টাগ্রামে ঝড় তুললো তামান্নার পোস্ট
KKR VS MI Match Summary:
MI batting | Run |
Rohit | 43(32) |
Suryakumar | 56(36) |
KKR bowling | Wickets |
Russell | 5(15) |
Cummins | 2(24) |
KKR batting | Run |
N Rana | 57(47) |
S Gill | 33(24) |
MI bowling | Wickets |
R Chahar | 4(27) |
T Boult | 2(27) |
KKR VS MI Head to head stats (2008-2021)
আইপিএলের 14 তম মৌরসুম পর্যন্ত মোট 28 টি ম্যাচ খেলা হয়েছে দুই দলের মধ্যে। যেখানে KKR জিতেছে 6 টি, মুম্বাই জিতেছে 22 টি ম্যাচ।
Total match- 28
Kkr won- 6
MI won- 22
[…] […]
[…] […]