Google heads up feature: রাস্তায় হাঁটার সময় ফোনের দিকে তাকালেই সতর্ক করবে google

Google heads up feature

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় কোম্পানি Google এবার তার ইউজারদের জন্য নিয়ে আসছে একেবারে নতুন এবং কার্যকরী একটি ফিচার। আমরা প্রায় অনেকেই ব্যস্ত রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পকেট থেকে স্মার্টফোনটা বার করে মেসেজ পাঠাই বা অকারণেই ব্যবহার করা শুরু করে দিই। আর যে কারণে মাঝে মধ্যেই ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। এই বিপদ এড়াতেই google নিয়ে এসেছে তাদের নতুন head up ফিচারটি। যার নাম থেকেই ধারনা করা সম্ভব এর কাজ কি ধরনের হতে পারে। কিভাবে কাজ করবে নতুন এই ফিচারটি চলুন জেনে নেওয়া যাক।

Google heads up feature

ব্যাস্ত রাস্তাই হোক বা ফাঁকা রাস্তা, অনেকেই হাটার সময় পকেট থেকে স্মার্টফোনটি হাতে নিয়ে সেই দিকে তাকিয়ে চলতে থাকেন। এভাবে অন্যমনস্ক হয়ে হেঁটে যাওয়া অনেক সময়ই বিপদজনক হয়ে উঠতে পারে। আর এই কথা মাথায় রেখেই google- এর এই নতুন ফিচারটি আনা হয়েছে। যার সাহায্যে হাঁটতে হাঁটতে ফোনের দিকে তাকালেই আপনাকে সতর্ক করে দেবে google।

আরো পড়ুন- মোবাইল ফোনে দ্রুত ইন্টারনেট ব্যবহার করার উপায়

নতুন এবং কার্যকারী এই ফিচারটির নাম Heads Up। এই ফিচারটি google এর Digital Wellbeing-এর অন্তর্গত। যা ইতিমধ্যেই সারা বিশ্বজুড়ে রোলআউট হওয়া শুরু হয়ে গিয়েছে। Google জানিয়েছে, এই ফিচারটি আপনার ফোনে একবার চালু করা হলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনাকে সতর্ক করে দেবে, যখনি আপনি ফোনটি ব্যাবহার করবেন।

কিভাবে কাজ করবে নতুন ফিচারটি:
ধরুন আপনি আপনার স্মার্টফোনে এই ফিচারটি চালু করে রেখেছেন এবং রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আপনার ফোনে কোনো মেসেজ বা ইমেল এসেছে এবং আপনি হাঁটতে হাঁটতেই আপনার ফোনটি পকেট থেকে বের করে সেটি দেখছেন। আপনি যখনই এমন করবেন তখনই google তাদের heads up ফিচারটির সাহায্যে আপনাকে সতর্ক করতে থাকবে – Stay focused, Be careful, Watch out ইত্যাদি বলে।

Google heads up feature

কিভাবে ব্যাবহার করবেন:
এই heads up ফিচারটি ব্যাবহার করতে হলে আপনাকে Digital Wellbeing অ্যাপ থেকে ম্যানুয়ালি অ্যাক্টিভ করে ব্যাবহার করতে হবে। সাথেই অ্যাকসেস দিতে হবে আপনার লোকেশন-এর। তবে এটির বিটা ভার্সনটি শুধুমাত্র Google pixel 4a এবং pixel 5 এই উপলব্ধ। খুব শীগ্রই অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এটি রোলআউট করা হবে বলেই জানিয়েছে google।

Previous articleICC ODI RANKING: বিরাট কোহলি কে টপকে বাবর আজম ১ নম্বর স্থান দখল করল
Next article‘ক্ষমা চাওয়া উচিত দর্শকদের কাছে’- KKR এর হারের পর টুইট শাহরুখ খানের
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply