ICC ODI RANKING: বিরাট কোহলি কে টপকে বাবর আজম ১ নম্বর স্থান দখল করল

ICC ODI RANKING 2021

দীর্ঘদিন ধরে একদিনের ক্রিকেটে আইসিসি ওয়ানডে রেংকিংয়ে 1 নম্বর স্থান দখল করেছিল ভারত অধিনায়ক বিরাট কোহলি। 50 ওভারের ফরম্যাটে বর্তমানে দশকে কোহলি বিশ্বের অন্যতম ব্যাটসম্যান তাতে কোন সন্দেহ নেই। সাম্প্রতিক কালে পাকিস্তানের বাবর আজম 50 ওভারের ফরম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন। সেটারই প্রতিফলন রূপে এ সপ্তাহে আইসিসি ওয়ানডে রেংকিংয়ে বাবর আজম 1 নম্বর স্থানে উঠে এসেছেন।

বর্তমানে চলতি পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে বাবার আজাম 82 বলে 94 রান করে। এরপরই তিনি বিরাট কোহলি কে টপকে এক নম্বর স্থানে চলে যান। বিরাট কোহলির ICC ODI ranking point বর্তমানে 858 এবং বাবর আজমের রেংকিং পয়েন্ট 865 ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 103 রান করার পরই 837 পয়েন্ট থেকে 852 ও এখন 865 পয়েন্টে রয়েছেন বাবর আজম।

Babar Azam ICC ranking:

টেস্ট ক্রিকেট- 6
ওয়ানডে ক্রিকেট- 1
t20 ক্রিকেট- 3

আরো পড়ুন- আইপিএল 2021 থেকে ছিটকে গেল রাজস্থানের এই খেলোয়াড়

প্রায় 3-1/2 বছর বিরাট কোহলি আইসিসি ওয়ানডে রেংকিংয়ে এক নম্বরে ছিল। বাবরের সঙ্গে কোহলির প্রায়সই তুলনা করা হয়, কিন্তু 26 বছর বয়সী এই পাকিস্তানী ক্রিকেটার বিরাটের সঙ্গে তুলনা বরাবরই বিরোধ করে এসেছে।

ICC ODI ranking batting 2021 list:
  1. বাবার আজাম
  2. বিরাট কোহলি
  3. রোহিত শর্মা
  4. রস টেলর
  5. অ্যারন ফিঞ্চ
  6. জনি বেইরস্ট
  7. ফাকার জামান
  8. ফাপ দু প্লেশি
  9. ডেভিড ওয়ার্নার
  10. সেই হোপ

“ICC ODI RANKING: বিরাট কোহলি কে টপকে বাবর আজম ১ নম্বর স্থান দখল করল”-এ 2-টি মন্তব্য

Leave a Reply