Shreyas Iyer playing IPL or not
খারাপ খবর ক্রিকেট প্রেমীদের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি ওয়ানডে ও সমগ্র আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ার। ভারতের প্রথম একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পান তিনি। এরপর তাকে ভারতীয় ক্রিকেট দলের ফিজিওর তত্ত্বাবধানে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর জানানো হয়েছে যে শ্রেয়াস আইয়ারের বাম কাঁধের হাড় সরে গিয়েছে, ফলে তাকে প্রায় ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
তার আইপিএল দল দিল্লি ক্যাপিটালের পক্ষ থেকে পার্থ জিন্দাল টুইটারে লিখেছেন যে, “আমাদের অধিনায়ক এর জন্য আমরা একেবারে বিধ্বস্ত, নিজেকে শক্ত রাখ অধিনায়ক। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে যে আপনি এর থেকেও আরো শক্তিশালী হয়ে ফিরে আসবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে আপনাকে দরকার ভারতের”।
শ্রেয়াস আইয়ার তার টুইটারে লিখেছেন যে, “আমি আপনার বার্তা পড়েছি। ভালোবাসা ও সমর্থনের জন্য আমি অভিভূত। সবার জন্য আমার হৃদয়ের নিচ থেকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন ধাক্কা যত বেশি হবে তত শক্তিশালী হয়ে ফিরে আসবে, আমি শীঘ্রই ফিরে আসবো”।
বিসিসিআই শ্রেয়াস আইয়ারের টুইট কে রিটুইট করে লিখেছে যে,
Wish you a speedy recovery @ShreyasIyer15! We fully believe that you will return much stronger. #TeamIndia https://t.co/IkMGbgu5de
— BCCI (@BCCI) March 25, 2021
Twitter source- @BCCI
আরো পড়ুন- ICC ব্যাটিং র্যাঙ্কিংয়ে এই অনন্য নজির গড়লেন বিরাট কোহলি
আইপিএল থেকে দিল্লী ক্যাপিটাল কে নেতৃত্ব দিতেন শ্রেয়াস আইয়ার। কিন্তু এবার তাদের নতুন অধিনায়ক খুঁজতে হবে, এবছর আইপিএল দিল্লির সহ-অধিনায়ক রাখা হয়েছে ঋষভ পন্তকে। এখন দেখার বিষয় এটাই যে তরুণ ঋষভের হাতে DC এর দায়িত্ব তুলে দেওয়া হয় নাকি।
ইতিমধ্যেই সর্মথকরা আজিঙ্কা রাহানে কে অধিনায়ক করার দাবি জানিয়েছে। রাহানে ছাড়াও অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভেন স্মিথের নাম ঘোরাফেরা করছে। রাহানে এবং স্মিথ দুজনেই আইপিএলে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে।
[…] আরো পড়ুন- আইপিএল থেকে ছিটকে গেলেন শ্র… […]