আসন্ন আইপিএল 2021 এ চেন্নাই সুপার কিংস তাদের নতুন জার্সি উদ্বোধন করলো মহেন্দ্র সিং ধোনির হাত দিয়ে। সম্পূর্ণ ভিডিওটি চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে। নিচে ভিডিওটি দেওয়া হলো।
এবারের CSK জার্সিতে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। ভারতের সেনাবাহিনীর প্রতি সম্মান জানিয়ে জার্সির দুই দিকে কাধেঁর কাছে সবুজ নকশা করা আছে। এছাড়া জার্সিতে CSK এর লোগোর উপরে ৩টি স্টার লাগানো আছে যা বিশেষত চেন্নাইয়ের তিনবার আইপিএল চ্যাম্পিয়নকেই ব্যাখ্যা করে।
এবছর আইপিএল শুরু হচ্ছে ৯ এপ্রিল থেকে, ধনী ব্রিগেড এবার এই জার্সি পড়েই মাঠে নামবে। এখনো পর্যন্ত চেন্নাই মোট তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। ৩ বারই অধিনায়ক ছিলেন MSD। ২০১০,২০১১ ও ২০১৮ সালের চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও পাঁচবার চেন্নাই রানার্সআপ হয়েছে।
Thala Dharisanam! #WearOnWhistleOn with the all new #Yellove! #WhistlePodu 💛🦁
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2021
🛒 – https://t.co/qS3ZqqhgGe pic.twitter.com/Gpyu27aZfL
Don’t fall in love, it’s just a Jersey.
— Chennai Super Kings (@ChennaiIPL) March 25, 2021
The Jersey: pic.twitter.com/oiOwQHSsAq
Twitter source- @ChennaiIPL (CSK)
আরো পড়ুন- অভিষেক ম্যাচেই রেকর্ড প্রসিদ্ধ কৃষ্ণার। যা নেই ভারতের আর কোন বোলারের
আইপিএল ২০২১ এবার ৬ টি স্টেডিয়ামের সম্পন্ন হবে। আটটি দলের কেউই তারা নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ পাবে না। চেন্নাই সুপার কিংস তাদের সমস্ত হোম গেম খেলবে মুম্বাইতে। বর্তমানে তারা মুম্বাই ক্যাম্প করেছে এবং অনুশীলন শুরু করে দিয়েছে।
আইপিএল ২০২১ CSK এর সম্পূর্ণ দল:-
অম্বাতি রায়ডু, এন জগাদেসন (উইকেট কিপার), ফাফ ডু প্লেসি, রুতুরাজ গাইকওয়াদ, সুরেশ রায়না, রবিন উথাপ্পা, এমএস ধোনি (অধিনায়ক/উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, ডোয়াইন ব্র্যাভো, করন শর্মা, আর সাই কিশোর, মিচেল স্যান্টনার, ইমরান তাহির, দীপক চাহার, শারদুল ঠাকুর, এম হরিসঙ্কর রেড্ডি, কে ভগৎ ভার্মা, সি হরি নিশান্ত, লুঙ্গি এনজিদি, জশ হজলেউড, কেএম আসিফ, মইন আলী, কে গৌতম, চেতেশ্বর পূজারা।
[…] […]