গরিবের ভগবান সোনু সুদ। অসহায় বৃদ্ধাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা সনু সুদ

গরিবের ভগবান সোনু সুদ। পুনরায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা সনু সুদ

পুনরায় অসহায় মানুষের পাশে ভগবান হয়ে দাঁড়িয়েছেন সোনুসুদ। সিনেমা জগতে খলনায়ক এর অভিনয় করলেও বাস্তব জগতে তিনি নায়ক হয়ে উঠেছেন তিনি। বর্তমানে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তা অবশ্যই প্রশংসনীয়। ক্রমশই ত্রাতা হয়ে উঠেছেন তিনি। করোনার সময়কালে সোনুসুদ প্রচুর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেড়ানোর মতো কাজ করেছেন। কখনো তাকে অসহায় বাচ্চাদের পড়াশোনার জন্য ট্যাব দিতে দেখা গেছে, আবার কোথাও তিনি ইন্টারনেট কানেকশনের ব্যবস্থা করেছেন। এছাড়াও অনাথ শিশুদের দায়িত্ব নিয়ে সনু ছেন তিনি। দুস্থ পরিবারের ছেলে মেয়েদের স্কলারশিপের ব্যবস্থা ও তিনি করেছেন।

আরো পড়ুন- সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল অঙ্কুশ-ঐন্দ্রিলার অন্তরঙ্গ ছবি

বৃদ্ধাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা সোনু সুদ

করোনার আবহে মানুষের পাশে ভগবানের মতো এসে দাঁড়িয়েছেন সোনু। উত্তর-পূর্ব ভারত বর্তমানে ভয়ঙ্কর ঠাণ্ডায় কাঁপছে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মির্জাপুর এবং সোনভদ্রের মত এলাকার ২০ টি গ্রামের কিছু মানুষ শোচনীয় পরিস্থিতিতে দিন যাপন করছে। সম্প্রতি বিকাশ দীক্ষিত নামের এক ব্যক্তি একটি টুইট করেন যেখানে তিনি উত্তরপ্রদেশের মির্জাপুর এবং সোনভদ্রের মতো এলাকার কুড়িটি গ্রামের মানুষের দুর্দশার কথা বলেছেন। তিনি বলেছেন এলাকাগুলি নকশাল অধ্যুষিত। প্রত্যেক বছর এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে। শীতটা এখানকার বৃদ্ধারা কষ্টের মধ্যে প্রতি বছর কাটিয়ে দেয়। তারা আশায় আছেন কবে কেউ এসে তাদের কষ্টের হাত থেকে রক্ষা করবেন।

বিকাশ দীক্ষিত নামের এই ব্যক্তি তার ট্যুইটে এই বক্তব্য গুলির সঙ্গে এটিও লেখেন তাদের শেষ ভরষা সোনু সুদ। এরপর সেই ট্যুইটটি নজর কাড়ে সোনুর। তিনি তখন যোগাযোগ করেন তাদের সঙ্গে। সোনু জানিয়েছেন খুব শীঘ্রই তিনি ওখানকার বৃদ্ধা এবং বাকিদের শীতের কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য যথার্থ সামগ্রী পৌঁছে দেবেন। সম্প্রতি মানুষের পাশে দাঁড়াতে সোনু তার নিজের জমি পর্যন্ত বিক্রি করেছেন। এবার উত্তরপ্রদেশের মানুষদের কে সাহায্য করবেন তিনি। দেশের দুর্দশাগ্রস্থ মানুষের ভগবানের পরিণত হয়েছেন সোনু সুদ। তাই আজ সারাদেশের মানুষ তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। 

টুইটারে ক্রেডিট @Vikash_Hope

Leave a Reply