একজন ক্রিকেটপ্রেমীর সাথে দেখা চারজন ভারতীয় দলের ক্রিকেটারের, রেস্তোরাঁর 118 ডলার মূল্য পরিশোধ করলো ভারতীয় ফ্যান

an indian fan pays the bill worth inr 6683

ক্রিকেট প্রেমীদের কাছে ক্রিকেটাররা ভগবানের সমতুল্য|  তাদেরকে দেখলে নিজেকে সামলে রাখা একজন ক্রিকেটপ্রেমীর কাছে খুবই কঠিন| ঠিক এমনটাই একটি ঘটনা ঘটে গেলো মেলবোর্নে| যেখানে একজন ক্রিকেটপ্রেমীর সাথে দেখা চারজন ভারতীয় দলের ক্রিকেটার এর সাথে| এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে ভারতীয় ক্রিকেটারদের সাথে দেখা করেছে তাদের ভক্তরা| তাদেরকে এক ঝলক দেখার জন্য দূর-দূরান্তে পাড়ি দিয়েছে|

2021 এর শুরুতেই এমনই এক ঘটনা ঘটলো মেলবোর্নের একটি রেস্তোরাঁয়| যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় রোহিত শর্মা, নবদ্বীপ সাইনি, রিশাব পান্ত, শুভমান গিল| আর সেই রেস্তোরাঁতেই তাদের সাথে দেখা হয়ে যায় নাভালদ্বীপ সিং নামে একজন ভক্তের| যেখানে এই 4 জন খেলোয়াড়ের রেস্তোরাঁর সম্পূর্ণ  বিলটি তাদের সেই ভক্ত পরিশোধ করে দেন| রেস্তোরাঁয় তাদের খাবার সম্পূর্ণ বিল হয়েছিল 118.69 ডলার  যা ভারতীয় টাকায় 6683 টাকা|

নাভালদ্বীপ সিং তার টুইটার হ্যান্ডেল এ সম্পূর্ণ ঘটনাটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই বিষয়টি ভাইরাল হয়ে যায়| প্রথমবারের জন্য যখন ভারতীয় খেলোয়াড়দের কে তিনি  চিনতে পারেন তিনি একটি ভিডিও করে ফেলেন তাদের এবং রেস্তোরাঁ থেকে খাবারের অর্ডার দেন যাতে তিনি তাদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারেন| যখন খেলোয়াড়রা জানতে পারেন তাদের খাবারের বিলটি সম্পূর্ণ তাদের ভারতীয় ভক্ত প্রদান করছেন, তখন রোহিত শর্মা তাকে টাকাটা ফেরত নেওয়ার জন্য আবেদন জানান| একইসঙ্গে রিশাব পান্ত হাসিখুশি মুখের জানান যে তিনি যদি টাকা কি ফেরত নেন তবেই তার সাথে তুলবেন তারা সকলে| তবে তাদের কথায় একেবারই রাজি ছিলেন না নাভালদ্বীপ সিং| ছবি তোলার আগে পান্ত অবশ্য তার ফ্যান এবং তার ফ্যানের স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করেন|

হাস্যরস কৌতুকে ভরপুর পান্ত তার ফ্যান এবং তার ফ্যানের স্ত্রীরকে ধন্যবাদ জানিয়ে ছিলেন যাওয়ার আগে| তিনি বলেন “থ্যাংক ইউ ভাবিজি ফর দা লঞ্চ”| এমন একটা সুন্দর মুহূর্ত যেকোনো ক্রিকেট প্রেমীদের কাছে খুবই আনন্দের| যেকোনো ক্রিকেটপ্রেমী চাইবে এমন একটি সুন্দর মুহূর্ত কে পেতে| 2021 সালের শুরুতে এমন এক ঘটনা সত্যিই মনে রাখার মত| ভারতীয় ক্রিকেটারদের দুর্দান্ত প্রশংসা এবং তাদের সাথে দেখা করার সুযোগ পাওয়ায় নাভালদ্বীপ সিং কে অনেক অভিনন্দন জানানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে|

Previous articleগরিবের ভগবান সোনু সুদ। অসহায় বৃদ্ধাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা সনু সুদ
Next articleউনুনে মাংস রান্না করছেন সালমান খান। ভাইরাল হলো ভিডিও, নিজের হাতে মাংস রান্না করলেন অভিনেতা সালমান খান
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply