ভুল কিছু দেখেননি, এটাই দক্ষিণ আফ্রিকা T20 লীগের ফ্রাঞ্চাইজির লোগো

ভুল কিছু দেখেননি, এটাই দক্ষিণ আফ্রিকা T20 লীগের ফ্রাঞ্চাইজির লোগো

ছবিতে ভুল কিছু দেখেননি এটাই দক্ষিণ আফ্রিকায় আসন্ন টি২০ লিগের ফ্রাঞ্চাইজিগুলির লোগো। যা বিসিসিআই সহ সবাইকে অবাক করে দিয়েছে। লোগো গুলি হুবহু আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির মত দেখতে কিন্তু সেখানে শহরের নামগুলির কিছু পরিবর্তন রয়েছে যা একটু ভালো করে দেখলে বোঝা যাবে।

প্রসঙ্গত ১০ ই জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি লিগ। যা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আয়োজন করছে। সেখানে কিছু ভারতীয় ফ্রাঞ্চাইজি নিজেদের টিম তৈরি করেছে। সেগুলি হল মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়েন্ট, সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়েলস।

দক্ষিণ আফ্রিকায় গিয়ে এই ছয়টি দল সেখানকার শহরগুলির সাথে যুক্ত হয়ে নামকরণ করেছে।

  • মুম্বাই ইন্ডিয়ান্স- MI কেপটাউন
  • চেন্নাই সুপার কিংস- জবার্গ সুপার কিংস
  • দিল্লি ক্যাপিটালস- প্রিক্টোরিয়া ক্যাপিটাল
  • লখনৌ সুপার জায়েন্ট- ডারবান সুপার জায়েন্ট
  • সানরাইজার্স হায়দ্রাবাদ- সানরাইজার্স ইস্টার্ন ক্যাপে
  • রাজস্থান রয়েলস- পারল রয়েলস

আরো পড়ুন- আইপিএল ২০২৩ নিলাম: সমস্ত দলের সম্পূর্ণ খেলোয়াড় তালিকা

এটি একটি নতুন টি-টোয়েন্টি লিগ যা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড শুরু করতে চলেছে ২০২৩ সালে যার প্রথম সংযোজন হবে। মোট ৬ টি দল এখনো পর্যন্ত অংশগ্রহণ করবে। ভারতের আইপিএল ফ্রাঞ্চাইজির এই ছটি দল অংশগ্রহণ করবে SA20 league এবং কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স অংশগ্রহণ করবে ILT20 তে যা অনুষ্ঠিত হবে UAE-।

Previous article১ লিটার ডিজেলে কত মাইলেজ দেয় ট্রেন? আসুন নেওয়া যাক
Next articleWolf7Pay: অনলাইন গেমিং প্ল্যাটফর্মে বিপ্লব আনতে চলেছে এই ওয়েবসাইট
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply