১ লিটার ডিজেলে কত মাইলেজ দেয় ট্রেন? আসুন নেওয়া যাক

১ লিটার ডিজেলে কত মাইলেজ দেয় ট্রেন? আসুন নেওয়া যাক

১ লিটার ডিজেলে কত মাইলেজ দেয় ট্রেন: আমরা প্রায় সবাই একদিন না একদিন বাইক চালিয়েছি বা বাইক সম্বন্ধে আমাদের কিছুটা জ্ঞান আছে। পেট্রোলে কোন গাড়িতে কি রকম মাইলেজ দেয় তার কিছুটা ধারণা আমাদের মধ্যে আছে। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন ডিজেল চালিত ট্রেন কত করে মাইলেজ দিতে পারে।

ভারতে প্রধানত ট্রেন চলে ডিজেল চালিত ও বৈদ্যুতিক তারের মাধ্যমে। ডিজেল চালিত ট্রেন পূর্বে বহু ব্যবহৃত হলেও বর্তমানে বেশিরভাগ ট্রেন বৈদ্যুতিক তারের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। কিন্তু যেসব ফ্রেন্ড ডিজেলের চলে সেই ট্রেন গুলি কত করে মাইলেজ দেয়?। ভারতে বর্তমানে মালগাড়ি গুলি বেশিরভাগ ডিজেল চালিত ট্রেনে চলে। ট্রেনের মাইলেজ নির্ভর করে ট্রেনের ইঞ্জিন ক্ষমতার উপর, এছাড়া সেই সঙ্গে ট্রেন কতগুলি বগি সঙ্গে নিয়ে যাচ্ছে তার উপর নির্ভর করে।

আরো পড়ুন- বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, সময়সূচী? সব তথ্য

ডিজেল চালিত ট্রেনের ইঞ্জিনে ডিজেলের ট্যাংক তিন ভাগে ভাগ করা থাকে ৫০০০ লিটার, ৫৫০০ লিটার ও ৬০০০ লিটার। এবার ধরে নেওয়া যাক ১২ কোচ যুক্ত একটি ট্রেন এক কিলোমিটার যেতে ৬ লিটারের কাছাকাছি ডিজেল খরচ করে। সুতরাং ধরে নেওয়া যেতে পারে এক কিলোমিটার যেতে ডিজেল চালিত ১২-২৪ কোচ বিশিষ্ট একটি ট্রেন মোট ৪-৬ লিটার ডিজেল খরচ করে।

Previous articleভারত শ্রীলংকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২০২৩: highlights
Next articleভুল কিছু দেখেননি, এটাই দক্ষিণ আফ্রিকা T20 লীগের ফ্রাঞ্চাইজির লোগো
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply