আবারো মহাকাশে পাড়ি ৪ সাধারণ নাগরিকের, দায়িত্ব নিল SpaceX

আবারো মহাকাশে পাড়ি ৪ সাধারণ নাগরিকের, দায়িত্ব নিল SpaceX

বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের অভাব নেই। তবে সেই ভ্রমণ পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। পৃথিবীর বাইরে অর্থাৎ মহাকাশে ভ্রমণ কোন সাধারণ মানুষের কাজ নয়। মহাকাশে ভ্রমণের জন্য প্রয়োজন কঠোর অধ্যবসায়। তবে সেই ধারণাই পাল্টে দিতে চলেছে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি এলন মাস্কের (Elon Musk) মহাকাশ সংস্থা SpaceX। স্পেসএক্স সংস্থার তরফ থেকে ৪ জন সাধারণ নাগরিককে নিয়ে যাওয়া হবে মহাকাশে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১৫ সেপ্টেম্বর সংস্থার তরফ থেকে ৪ জন সাধারণ নাগরিককে নিয়ে হতে চলেছে প্রথম মহাকাশ সফর। এই সফরে অংশ নেবেন আমার আপনার মত সাধারন মানুষ। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘ইনস্পিরেশন-৪‘।

এলন মাস্ক এই বছরের ফেব্রুয়ারি মাসেই ঘোষণা করেছিলেন এই মিশন সম্পর্কে। তিনি জানান আগামী ১৫ সেপ্টেম্বর ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে তাদের মহাকাশযানকে উৎক্ষেপণ করা হবে। অভিযানে থাকবেন ৪ জন সাধারণ নাগরিক। বিশেষ ওই চারজন নাগরিককে নিয়ে পৃথিবীর বাইরে মহাকাশে তিন দিনের জন্য মিশন করা হবে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির বাইরে নিকষ কালো অন্ধকারের অদ্ভুত অনুভূতি তারা উপভোগ করবেন তিন দিনের জন্য।

এবার প্রশ্ন হল কারা কারা থাকছেন এই মিশনে? মিশন এর সম্পূর্ণ খরচা কে দিচ্ছেন? বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই মিশনে বিনিয়োগ করছেন ধনকুবের জারেড আইজাকম্যান। বিনিয়োগে প্রাপ্ত টাকার অধিকাংশটাই খরচ করা হবে ‘সেন্ট জুড চিল্ড্রেন রিসার্চ‘ হাসপাতালে। জারেড ছাড়াও এই মিশনে থাকছেন হ্যালি আর্সেনাক্স। এই দুজন ব্যক্তি ছাড়াও থাকছে আরো দুজন, তারা হলেন সিয়ান প্রোক্টর এবং ক্রিস সেমব্রক্সি। এই চারজন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন।

আরো পড়ুন-লালগ্রহের পাথরের নমুনা সংগ্রহে নতুন পন্থা অবলম্বন করবে পার্সিভিয়ারেন্স রোভার

অভিযানের জন্য এই চারজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল একজন সাধারন মহাকাশচারীর মতই। বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রশিক্ষণ ছাড়া মহাকাশে এক মুহূর্ত টিকে থাকা অসম্ভব। গত কয়েক মাস ধরে প্রশিক্ষণের পর অবশেষে গত শুক্রবার মিশনের জন্য অনুমতি পেয়েছেন তারা। এলন মাস্ক জানিয়েছেন এই মিশন সম্পন্ন হলে আগামী বছর আরেকটি মিশনের পরিকল্পনা করেছেন তিনি। এই ধরনের মিশন বেশ ব্যয়বহুল। সংস্থার তরফ থেকে জানানো হয় যাত্রা পিছু একেকটি মিশনে খরচ প্রায় ৫ কোটি ডলার। অতএব অতি সাধারণ মানুষের পক্ষে এই ধরনের মিশনে অংশগ্রহণ করা প্রায় অসম্ভব।

Previous articleমহাকাশে ভয়াবহ দুর্ঘটনা! স্যাটেলাইট বহনকারী রকেট আছড়ে পড়ল পৃথিবীতে
Next articleভারতে গণেশ চতুর্থীর দিন লঞ্চ হচ্ছে জিওফোন নেক্সট, জানুন বিশদে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply