SpaceX এর নয়া অভিযান, হতে পারে এই মাসেই

SpaceX এর নয়া অভিযান, হতে পারে এই মাসেই

চলতি মাসের শেষের দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (International space station)-এ অভিযান চালানোর পরিকল্পনা করছে হার্থন-ভিত্তিক স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন। নাসাকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে বিভিন্ন বাণিজ্যিক পণ্য সরবরাহ করতে সাহায্য করবে এই অভিযানটি। স্পেসএক্স এর তরফ থেকে জানানো হয়েছে বাণিজ্যিক পণ্য সরবরাহে স্পেসএক্সের ২৩ তম অভিযান হতে চলেছে এটি।

স্পেসএক্স কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ড্রাগন মহাকাশযান এবং ফ্যালকন রকেট মিশনে এমন পদার্থ ব্যবহার করা হবে যা তীব্র বিকিরণ থেকে রক্ষা করতে পারে এবং মহাকাশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে ও তাদের প্রভাবিত করবে। এছাড়াও এই মিশনের মাধ্যমে নাসা থেকে নানান সরঞ্জাম এবং বৈজ্ঞানিক প্রকল্পগুলি বহন করে নিয়ে যাওয়া হবে, যার মধ্যে থাকবে হারের ঘনত্বের ক্ষতির চিকিৎসা এবং প্রতিরোধের উপর একটি গবেষণার সরঞ্জাম এবং রোবোটিক আর্ম। এই সমস্ত কিছুই বহন করে নিয়ে যাওয়া হবে স্পেসএক্স এর মহাকাশযানে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে।

স্পেসএক্সের মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আগামী ২৮ আগস্ট সকাল ৩:৩৭ মিনিটে। নাসার সঙ্গে SpaceX এর মাঝে বাণিজ্যিক সম্পর্ক অনেকটাই গভীর। সম্প্রতি নাসার সঙ্গে স্পেসএক্স এর একটি চুক্তি হয় যেখানে চন্দ্রযান নির্মাণে প্রায় ২.৯ বিলিয়ন ডলার SpaceX কে প্রদান করেছে নাসা। পরবর্তীতে জানা গিয়েছে চুক্তি স্থগিত হওয়ার পর কোম্পানি জুলাই মাসে প্রকল্পের অগ্রগতির জন্য অতিরিক্ত ৩০০ মিলিয়ন ডলার প্রদান করেছে।

আরো পড়ুন-Parcevarence রোভারের নয়া অভিযান, সাথেই ১২ তম উড়ানের প্রস্তুতি নিচ্ছে Ingenuity

এছাড়াও মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা এর তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল স্পেসএক্স কে তারা প্রায় ১৭৮ মিলিয়ন ডলারের চুক্তি দিয়েছে, যে যুক্তিতে বৃহস্পতির চাঁদ ইউরোপা পর্যবেক্ষণের মিশন এর জন্য লঞ্চ পরিষেবা সরবরাহ করবে স্পেসএক্স। এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে ২০২৪ সালের অক্টোবর মাসে।

Previous articleভারতে লঞ্চ হলো স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ও জেড ফ্লিপ ৩, জানুন বিশদে
Next articleICC T20 World Cup 2021 time table in Bengali
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply