ভারতের বাজারে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সির অন্যতম দুটি স্মার্টফোন। গত ১৬ আগস্ট ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩। স্যামসাংয়ের নতুন এই ফোল্ডেবল স্মার্টফোন দুটিতে কি কি ফিচার থাকছে এবং কোন ভেরিয়েন্ট-এর কত দাম সে বিষয় নিচে বিস্তারিত জানানো হল।
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ (দাম ও ফিচারস):
- স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ স্মার্টফোনে থাকছে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
- স্যামসাং এর তরফ থেকে লঞ্চ হওয়া নতুন এই স্মার্টফোনটিতে থাকছে ৬.৭ ইঞ্চির প্রাইমারি ফুল এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড 2X ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০Hz।
- স্মার্টফোনটি হতে চলেছে ফোল্ডেবল। এই ফোনে একটি বড় কভার ডিসপ্লে রয়েছে, যা ১.৯ ইঞ্চির এছাড়াও রয়েছে ৫ ন্যানোমিটার অক্টা-কোর প্রসেসর।
- ফোনের ব্যাটারি ৩,৩০০ মেগাহার্টজের ডুয়েল সেলের ব্যাটারী। ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, এছাড়াও পাওয়া যাবে ওয়ারলেস চার্জিং এর সুবিধা।
- ফোনটিতে থাকছে ১২৮ এবং ২৫৬ জিবি UFS ৩.১ স্টোরেজ ভেরিয়েন্ট।
- স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ ফোনে থাকবে দুটি রেয়ার ক্যামেরা। যেখানে একটি ১২ মেগাপিক্সেল এর প্রাইমারি সেনসর ক্যামেরা এবং অপরটি হবে ১২ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা, লেন্স এবং ইমেজ অপটিক্যাল স্ট্যাবিলাইজেশন ফিচার সহ। এছাড়াও থাকছে ফোল্ডিং ডিসপ্লেতে ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
- কানেক্টিভিটি অপশন হিসেবে স্মার্টফোনটিতে দেয়া হয়েছে ফাইভ-জি এজি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, আল্ট্রা ওয়াইড ব্র্যান্ড এবং Type-c ইউএসবি পোর্ট। ফোনের একপাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে।
- স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ এর দাম শুরু হয়েছে মাত্র ৮৪,৯৯৯ টাকা থেকে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ (দাম ও ফিচার):
- স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এ থাকছে ৭.৬ ইঞ্চির QXGA+ Dynamic AMOLED 2X infinity Flex ডিসপ্লে। ডিসপ্লে রিফ্রেশ রেট ১২০Hz।
- ফোনটি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ইলেভেন এবং ONE UI এর সাহায্যে।
- স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোনে থাকছে ৫ ন্যানোমিটারের অক্টা-কোর প্রসেসর।
- স্টোরেজ ভেরিয়েন্ট থাকবে দুটি, একটি ২৫৬ জিবি এবং অপরটি ৫১২ জিবি UFS ৩.১, দুটি ভেরিয়েন্টেই থাকবে ১২ জিবি RAM।
- স্মার্টফোনটিতে থাকছে তিনটি রেয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে প্রাইমারি সেন্সরসহ থাকবে একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা, এছাড়াও থাকবে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স যুক্ত সেনসর, ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার ও 2X অপটিক্যাল জুম এবং এইচডিআর টেন প্লাস রেকর্ডিং এর সাপোর্ট সহ।
- স্যামসাংয়ের নতুন স্মার্টফোনটির সামনের দিকে থাকছে ১০ মেগাপিক্সেল এর একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা সাথে ৮০ ডিগ্রী ফিল্ড ভিউ পাওয়া যাবে।
- স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ স্মার্টফোনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৪,৪০০ মেগাহার্টজের, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এর সাথে ২৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট দেয়া হয়েছে এই স্মার্টফোনে।
- স্মার্ট ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে সাইট মাউন্টেড, এছাড়াও রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস এবং TYPE-C ইউএসবি পোর্ট।
- স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ স্মার্টফোনের দাম শুরু মাত্র ১,৪৯,৯৯৯ টাকা থেকে।
আরো পড়ুন-ভারতে লঞ্চ হলো VIVO Y12G স্মার্টফোন, দাম মাত্র ১০,৯৯০
[…] […]