ভারতের বিরুদ্ধে শূন্য করার নজির ইংল্যান্ডের

Eng Vs Ind 2nd Test: ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচে পঞ্চম দিনে ইংল্যান্ড পছন্দের দল রূপে মাঠে নামলেও দিনের শেষে শেষ হাসিটা হাসল ভারতীয় দলই। ভারতের শেষ ভাগের ব্যাটসম্যান মোহম্মদ সামিজসপ্রিত বুমরার দৌলতে ভারত দ্বিতীয় ইনিংসে ২৯৮/৮ রানে ইনিংস ডিক্লেয়ার দেয়। মোহাম্মদ সামি ৫৬ রান করেন ৭০ বলে ও বুমরা ৩৪ রান করেন ৬৪ বলে এবং দুজনই অপরাজিত থাকেন।

জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য হয় ২৭২ এবং শেষ দিনে ইংল্যান্ডকে মাত্র ৬০ ওভার খেলতে হত। কিন্তু ঘরের মাঠে একপ্রকার লজ্জার হার হারল ইংল্যান্ড। ১২০ রানেই সমাপ্ত হয় ইংল্যান্ডের ইনিংস, ভারত জয় লাভ করে ১৫১ রানে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস সম্পন্ন হতেই কিছু অবিশ্বাস্য রেকর্ড সামনে এসেছে। ‘০’ রান করেও যে রেকর্ড করা যায়, এবার দেখুন বিস্তারিত।

আরো পড়ুন- হেলমেটে জাতীয় পতাকার ছবি কেন লাগিয়ে রাখতেন আজ বললেন শচীন

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের মোট ৫ জন খেলোয়াড় শূন্য রানে সাজঘরে ফেরেন এবং প্রথম ইনিংসে মোট ৩ জন খেলোয়ার শূন্য রান করেন। ফলে দ্বিতীয় টেস্ট ম্যাচে মোট ৮ জন ইংল্যান্ডের খেলোয়াড় শূন্য রান করেছেন। যা ভারতের বিরুদ্ধে বিপক্ষ দল তাদের ঘরের মাঠে সবচেয়ে বেশি খেলোয়াড় শূন্য রান করেছেন। দ্বিতীয় ইনিংসে ররি বার্নস, ডমিনিক সিবলি, স্যাম কারেন, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন শূন্য রানে আউট হন।

এবার দেখে নেওয়া যাক এই রেকর্ডের কিছু পরিসংখ্যান,
ভারতের বিরুদ্ধে কোন বিপক্ষ দল তাদের ঘরের মাঠে, তাদের খেলোয়াড় সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হয়েছেন একটি টেস্ট ম্যাচে-

১. ইংল্যান্ড ৮ জন, লর্ডস টেস্ট ২০২১।
২. বাংলাদেশ ৬ জন, চট্টগ্রাম ২০০৪।
৩. শ্রীলংকা ৬ জন, গল ২০০৮।

মন্তব্য করুন