৫০ মিলিয়ন ডাউনলোড সংখ্যা ছাড়ালো ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া

অবশেষে ৫০ মিলিয়ন ডাউনলোড সংখ্যা ছাড়িয়েছে ভারতের অন্যতম ব্যাটেল রয়েল গেম ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। গেমটি লঞ্চ হয় গত জুলাই মাসে ২ তারিখে। ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছিল পাবজি মোবাইলের এই ভারতীয় ভার্সনটি। ভারতীয় বাজারে গেমটি লঞ্চ হওয়ার পর থেকেই গেমের জনপ্রিয়তা আকাশ ছোঁয়। প্রকাশ পাওয়ার এক সপ্তাহের মধ্যেই ৩৮ মিলিয়নেরও বেশি ডাউনলোড সংখ্যা ছাড়িয়ে ছিল এই মোবাইল গেমটি। অবশেষে লঞ্চের দেড় মাস পর এন্ড্রয়েড ভার্সনে ৫০ মিলিয়নেরও বেশি ডাউনলোড সংখ্যা ছড়িয়েছে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া।

কোরিয়ান গেম নির্মাণ সংস্থার Krafton এর তরফ থেকে পূর্বে জানানো হয়েছিল ৫০ মিলিয়ন ডাউনলোড সংখ্যা পার হলে গেমারদের জন্য থাকবে একটি স্পেশাল রিওয়ার্ড। কথামতোই প্রতিটি ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া এর গেমারদের কাছে রিওয়ার্ডটি পৌঁছে যায় আজকের দিনে। ক্রাফটন কর্তৃপক্ষ জানিয়েছেন ভারতের ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমের এন্ড্রয়েড ভার্সন ডাউনলোড সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়েছে, সেইসঙ্গেই গেমটির সংস্থা জানায় এই সাফল্যের জন্য গেমারদের একটি পার্মনেন্ট আউটফিট দেওয়া হবে উপহার হিসেবে। এই মাসের শুরুতেই krafton জানিয়েছিল গেম ডাউনলোড এর ৫০ মিলিয়ন পার হলেই পাওয়া যাবে একটি বিশেষ আউটফিট। যে আউটফিট-এর ছবিটি গত কয়েকদিন ধরেই গেমটিতে দেখা যাচ্ছিল। ক্রাফটন তাদের নতুন এই আউটফিট এর নাম দিয়েছে গ্যালাক্সি মেসেঞ্জার সেট। আউটফিট টি আজকের দিনে প্রতিটি গেমারদের কে উপহার দেয়া হয়েছে ৫০ মিলিয়ন ডাউনলোড অতিক্রম উপলক্ষে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের এই ব্যাটেল রয়েল গেম লঞ্চ হওয়ার এক মাসের মধ্যেই রেকর্ড গড়েছিল। একইসঙ্গে এত পরিমান ডাউনলোড এর আগে কখনো দেখা যায়নি। ক্রাফটন জানিয়েছে আগামী সেপ্টেম্বর মাসে গেমের ই-স্পোর্ট টুর্নামেন্ট শুরু করবেন তারা। গেমটি যে সেখানেও সফলতা অর্জন করবে তা বলা বাহুল্য। তবে গেমটির আইওএস ভার্শন এখনো প্রকাশের কথা বলেননি গেমিং কর্তৃপক্ষ। বর্তমানে এন্ড্রয়েড ভার্সনেই উপলব্ধ রয়েছে এই গেমটি। তবে খুব তাড়াতাড়ি আইওএস ভার্সনেও রিলিজ করার কথা বলেছেন তারা। তবে নির্দিষ্ট করে কোন দিন তারা জানাননি।

আরো পড়ুন-৩,৩৬,০০০ এরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হলো ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমে

আইওএস ডিভাইসে গেমটি লঞ্চের ব্যাপারে Krafton একটি পোস্ট শেয়ার করেছিল তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ইনস্টাগ্রামে একটি বিশাল আকারের কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্নের ছবি দেখা গিয়েছে, যে জিজ্ঞাসা চিহ্নের নিচে ছিল একটি অ্যাপেল আইকন। অ্যাপেল এর সমস্ত স্মার্টফোনে আইফোনের যে লোগোটি দেখতে পাওয়া যায়, Krafton এর ইনস্টাগ্রাম পোস্টেও সেই লোগোটি দেখা গিয়েছিল। যা থেকে সকলে ধারণা করে নিয়েছেন অতিশীঘ্রই আইওএস ডিভাইসেও যুক্ত হতে চলেছে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। তবে গেম টি কবে আইওএস ডিভাইসে প্রকাশ পাবে সেবিষয়ে এখনও ধোঁয়াশাই রয়ে গেছে।

মন্তব্য করুন