দর্শকদের প্রবেশ নিষিদ্ধ হলো শেষ ৩টি T20 ম্যাচে

ভারত ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ 2021

আমেদাবাদ, ক্রিকেট অনুগামীদের জন্য খারাপ খবর গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন ১৫ ই মার্চ জানিয়ে দেয় যে ইংল্যান্ডের বিরুদ্ধে চলা টি-টোয়েন্টি সিরিজের শেষ তিনটি ম্যাচে আয়োজিত হবে সম্পূর্ণ দর্শকশূন্য স্টেডিয়ামে।

টুইটারে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয় যে, “করোনার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে GCA সিদ্ধান্ত নিয়েছে যে, শেষ ৩টি টি-টোয়েন্টি আয়োজিত হবে দর্শকশূন্য মাঠে। যারা যারা ইতিমধ্যে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের টিকিট কিনেছে তাদের টাকা ফেরত দেওয়া হবে”।

আরো পড়ুন- ICC WTC FINAL: ফাইনালে স্থান পরিবর্তন হল। ঘোষণা হল নতুন জায়গার নাম

চলতি সিরিজে ৫০% দর্শক নিয়ে খেলার অনুমতি থাকলেও আমেদাবাদে করোনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সরকারের স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছে GCA। এই সিদ্ধান্ত নেওয়ার বিভিন্ন কারণ রয়েছে, ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে দর্শকদের মাক্স ছাড়া দেখা গেছে বহুবার। এছাড়া সামাজিক দূরত্ব বৃদ্ধি মানতেও দেখা যায়নি ফলে সুরক্ষার দিক চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারত ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সম্পন্ন হয়েছে, সিরিজের ফলাফল ১-১। ১৬ ই মার্চ মঙ্গলবার হবে তৃতীয় t20, সিরিজের সবকটি ম্যাচ হবে আমেদাবাদে। একদিনের সিরিজ সংঘটিত হবে MCA স্টেডিয়াম পুনেতে, ৩ ম্যাচের সিরিজে কোন দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

Leave a Reply