দেখে নিন জসপ্রিত বুমরার বিয়ের ছবি। গোয়াতে সম্পন্ন হলো বিয়ের অনুষ্ঠান

জসপ্রিত বুমরার বিয়ের ছবি

ভারতের ইয়োর্কার মাস্টার এখন বিয়ের পিঁড়িতে। অনুমান মতোই জসপ্রীত বুমরার সাথে বিয়ে হল সঞ্জনা গণেসানের। বুমরা এবং সঞ্জনা দুজনেই নিজেদের সম্পর্ককে খুবই গোপন রেখেছিলেন। গত এক সপ্তাহ ধরেই বিভিন্ন নাম ভারতীয় সংবাদ মাধ্যমে চর্চিত হলেও শেষ পর্যন্ত টিভি সঞ্চালক সঞ্জনা গণেসানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভারতের এই ফাস্ট বোলার।

বুমরা নিজেই ১৫ ই মার্চ সোমবার বিয়ের ছবি তার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করে খবরটি প্রকাশ করেছে। টুইটারে জসপ্রিত বুমরা লিখেছেন যে, “ভালোবাসা দ্বারা উৎসাহিত, আমরা একসাথে একটি নতুন যাত্রা শুরু করছি আজ আমাদের জীবনের অন্যতম আনন্দময়ক দিন এবং আমরা আমাদের বিবাহ ও আমাদের আনন্দের সংবাদগুলি আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমরা ধন্য হয়েছি”- জসপ্রীত ও সঞ্জনা।

জসপ্রিত বুমরার বিয়ের ছবি

Twitter source- @Jaspritbumrah93 (Jasprit Bumrah)

আরো পড়ুন- টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০০ রান ভারতের এই খেলোয়ারের, বিশ্ব রেকর্ড

গোয়াতে সম্পন্ন হয়েছে তাদের এই বিবাহ অনুষ্ঠান। ভারত ইংল্যান্ড চতুর্থ টেস্ট এর পূর্বে জসপ্রিত বুমরা নিজস্ব কারণ দেখিয়ে বিসিসিআই কাছে ছুটি চেয়েছিলেন। এরপর ভারতীয় বোর্ড বুমরা কে শেষ টেস্ট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজেও দলের বাইরে রাখে। টি-টোয়েন্টি সিরিজের মধ্যে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওযায় ভারতীয় দলের কোন সদস্যই এই বিয়েতে অংশগ্রহণ করতে পারেনি। এছাড়াও বর্তমান অতিমারী পরিস্থিতির জন্য যে বায়ো-বাবল পদ্ধতি চালু হয়েছে খেলোয়াড়দের সুরক্ষার জন্য, সেই কারণে বিয়েতে বর্তমান ভারতীয় ক্রিকেটাররা ছিলেন না।

জসপ্রিত বুমরার স্ত্রী সঞ্জনা গণেসান পেশায় একজন ক্রিয়া সঞ্চালক। ২০২০ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর সমস্ত খবরা-খবর দিতে দেখা গেছে দুবাই থেকে।

Previous articleটি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০০ রান ভারতের এই খেলোয়ারের, বিশ্ব রেকর্ড
Next articleদর্শকদের প্রবেশ নিষিদ্ধ হলো শেষ ৩টি T20 ম্যাচে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply