ইংল্যান্ডে প্রবেশে সমস্যায় সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ

আবারো অস্বস্তিতে পড়তে হলো ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ইংল্যান্ড টেস্ট সিরিজে শুভমান গিল, আবেশ খান ও ওয়াশিংটনের সুন্দরের পরিবর্ত ক্রিকেটার রূপে সূর্য কুমার যাদবপৃথ্বী শ কে ইংল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ছিল বিসিসিআইয়ের। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন কুনাল পান্ডিয়া কোভিড পজিটিভ হওয়ায় তার সংস্পর্শে আসা সমস্ত ক্রিকেটার কে কোয়ারেন্টাইন করে দেওয়া হয়।

সূর্যকুমার ও পৃথ্বী শ যেহেতু কুনাল পান্ডিয়ার সংস্পর্শে এসে ছিল তাই তাদেরকে হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। কিন্তু আইসোলেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ইংল্যান্ড প্রবেশের বাধার সম্মুখীন হতে হচ্ছে এই দুই ক্রিকেটার কে। সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী আগামী তিন দিন আরো কোয়ারেন্টাইন এ থাকতে হবে এই দুই ক্রিকেটার কে। এই তিন দিনে একাধিকবার তাদের টেস্ট করা হবে। কিন্তু টেস্ট রিপোর্ট নেগেটিভ এলেও অতিরিক্ত ৩ দিন তাদের আইসোলেশনে থাকতে হবে।

আরো পড়ুন- জসপ্রীত বুমরার ছয়- মুগ্ধ করেছে শচীন টেন্ডুলকারকে। ভিডিও

ইংল্যান্ডের কোভিড নিয়ম অনুসারে কেউ যদি কোন পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসে তবে সেই ব্যক্তিকে ন্যূনতম ১০ দিন কোয়ারেন্টাইনে কাটাতে হবে। এমনকি ইংল্যান্ডে পৌঁছানোর পর আবারও ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। ফলে লর্ডসে সংগঠিত হতে চলা তৃতীয় টেস্ট ম্যাচেও খেলতে পারবে না এই দুই ক্রিকেটার। সেই কারণে বিসিসিআই এই দুই ক্রিকেটারকে ইংল্যান্ডে পাঠানো হবে কিনা সেই বিষয়ে পুনঃবিবেচনা করতে পারে। যদি এই দুই ক্রিকেটার কে পাঠানোর না হয় তবে তাদের পরিবর্তে কোন ক্রিকেটারকে ইংল্যান্ডে পাঠানো হতে পারে সেই বিষয়ে বোর্ডের অন্দরে চিন্তাভাবনা চলছে।

মন্তব্য করুন