টাকা থেকে গাড়ি কি কি পুরস্কার অপেক্ষা করছে নীরাজ চোপড়ার জন্য

টোকিও অলিম্পিক ২০২১: ৭ আগস্ট টোকিও অলিম্পিকে সোনা জয়ী হওয়ার পর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছে জ্যাভলিন থ্রো খেলোয়াড় নীরাজ চোপরা। ২০০৮ সালে অভিনব বিন্দ্রার পর ব্যক্তিগত বিভাগে সমগ্র অলিম্পিকে ভারতের হয়ে দ্বিতীয় সোনা জিতলেন নীরাজ চোপরা। এছাড়া অ্যাথলেটিকসে সর্ব প্রথম অলিম্পিকে সোনা ঘরে আসলো ভারতে নীরাজ চোপড়ার হাত ধরে।

সোনা জয়ী হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতের সমস্ত গণ্যমান্য ব্যক্তি ও খেলোয়াড়রা নীরাজকে শুভেচ্ছা জানিয়েছে। এছাড়া সারা দেশ থেকে ভেসে আসছে পুরস্কারের বন্যা, সরকারি এবং বেসরকারি দুই জায়গা থেকেই ঘোষণা করা হচ্ছে পুরস্কার।

কাদের থেকে কি কি পুরস্কার পাচ্ছেন নীরাজ চোপরা, দেখে নিন

1. নীরাজ চোপরা হরিয়ানা রাজ্যের খেলোয়াড়, রাজ্য সরকার তার জন্য ৬ কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেছে।

2. পাঞ্জাব রাজ্য সরকারের পক্ষ থেকে দু’কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে।

3. ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর তরফ থেকে ১ কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে।

4. মনিপুর রাজ্য সরকারের তরফ থেকে ১ কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে।

5. আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এর পক্ষ থেকে ১ কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে। টুইটারে CSK এর তরফ থেকে লেখা হয়েছে, “ভারতের সোনারহাত কে স্যালুট জানানো হচ্ছে, শতাব্দীর সেরা থ্রো করার জন্য। CSK তারকা নীরাজ চোপরার কৃতিত্বকে সম্মান জানাচ্ছে ১ কোটি টাকার মাধ্যমে।”

আরো পড়ুন- নীরাজ চোপরা ভারতের প্রথম গোল্ড মেডেল জয়ী টোকিও অলিম্পিক

6. ভারতের বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, নীরাজ চোপড়াকে এক বছরের জন্য unlimited বিনামূল্যে যাত্রা করার সুবিধা দেবে ইন্ডিগো এয়ারলাইন্স। তার জন্যে এই অফারটি চালু হবে ০৮/০৮/২০২১ সাল থেকে ০৭/০৮/২০২২ সাল পর্যন্ত।

7. ভারতের চার চাকা গাড়ি কোম্পানি মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দার তরফ থেকে ঘোষণা করা হয়েছে নীরাজ যখন দেশে ফিরে আসবে তাকে নতুন XUV 700 গাড়ি দিয়ে সম্মান জানানো হবে।

8. Elan গ্রুপের তরফ থেকে ২৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছে।

9. ভারতের অনলাইন পড়াশোনা বিষয়ক অ্যাপ BYJU’S ২ কোটি টাকা ঘোষণা করেছে ২৩ বছর বয়সী এই জ্যাভলিন থ্রোয়ারের জন্যে। এছাড়া অলিম্পিকে ভারতের বাকি পদক বিজয়ীদের জন্য এই কোম্পানি প্রত্যেককে ১ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করেছে।

“টাকা থেকে গাড়ি কি কি পুরস্কার অপেক্ষা করছে নীরাজ চোপড়ার জন্য”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন