অলিম্পিকে যারা মেডেল জেতেনি তাদের জন্য পুরস্কার ঘোষণা টাটার

অলিম্পিকে যারা মেডেল জেতেনি তাদের জন্য পুরস্কার ঘোষণা টাটার

টোকিও অলিম্পিক ২০২১: দেশে যখন সবাই ব্যস্ত অলিম্পিকে মেডেল জয়ী খেলোয়াড়দের পুরস্কৃত করার জন্য। সেই সময় কিছুটা বিপথে হেঁটে অলিম্পিকে যারা অল্পের জন্য মেডেল জেতেনি তাদের জন্য পুরস্কার ঘোষণা করল টাটা গ্রুপ। অলিম্পিকে যারা অল্পের জন্য ব্রঞ্চ মেডেল হাতছাড়া করেছেন, অর্থাৎ যারা ৪ নম্বর স্থানে খেলা শেষ করেছেন তাদের জন্য Altroz car দেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যম অনুসারে টাটার প্যাসেঞ্জার ভেহিকেল বিজনেসের সভাপতি শৈলেশ চন্দ্র একটি বিবৃতিতে বলেছেন যে, “ভারতের জন্য, এই অলিম্পিক পদক এবং পডিয়াম জেতার চেয়ে অনেক বেশি ছিল। আমরা ভাগ্যবান যে আমাদের ক্রীড়াবিদদের প্রচেষ্টা এবং মনোভাব উদযাপন করার জন্য, বিশ্বকে প্রদত্ত পরম সেরা প্রতিভার বিরুদ্ধে সর্বোচ্চ চাপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করা এবং একটি পডিয়াম ফিনিশিংয়ের খুব কাছে আসা।”

তিনি আরো বলেন যে, “তারা হয়ত পদক মিস করেছে, কিন্তু তারা তাদের নিবেদনের মাধ্যমে লক্ষ লক্ষ ভারতীয়দের হৃদয় জয় করেছে এবং তারা ভারতের উদীয়মান ক্রীড়াবিদদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা।” টাটা গ্রুপের এই প্রচেষ্টাকে নেটিজেনরা স্বাগত জানিয়েছে সোশ্যাল মিডিয়াতে।

আরো পড়ুন- টাকা থেকে গাড়ি কি কি পুরস্কার অপেক্ষা করছে নীরাজ চোপড়ার জন্য

অলিম্পিকে চতুর্থ স্থান অধিকারী ভারতীয়

টোকিও অলিম্পিক ২০২১ সালে ভারতে মোট ৭ টি পদক ঘরে এসেছে। কিন্তু গলফার অদিতি অশোক, কুস্তিগীর দীপক পুনিয়া ও ভারতের মহিলা হকি দল ৪ নম্বর স্থানে তাদের অলিম্পিক শেষ করেছে। প্রসঙ্গত টোকিও অলিম্পিকে ভারত সর্বোচ্চ মেডেল জিতেছে ভারতের ইতিহাসে, ৭ টি। ২০১২ সালে ভারত ৬ টি মেডেল জয়লাভ করেছিল।

Previous articleভারতীয় একাদশে পরিবর্তন হতে চলেছে তৃতীয় টেস্টে
Next articleবিপদে ইংল্যান্ড, চোটের কারণে ছিটকে গেল ইংল্যান্ডের এই ফাস্ট বোলার
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply