টাটা মোটরস: চারচাকা গাড়ি বিক্রিতে নতুন রেকর্ড গড়লো টাটা মোটরস, টাটার SUV মডেল গাড়ি জানুয়ারি ২০২২ সালে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। যা ছাপিয়ে গেছে ২০২১ সালের রেকর্ডকে। ২০২১ সালে লকডাউন এর মধ্যেও টাটা মোটরস গাড়ি বিক্রির দিক দিয়ে নতুন রেকর্ড স্থাপন করেছিল। সেরকমই এ বছরের শুরুতে ২০২২ জানুয়ারি মাসে ২০২১ সালের তুলনায় ২৭% বেশি গাড়ি বিক্রি করতে সক্ষম হয়েছে টাটা মোটরস।

টাটা মোটরসের কোন গাড়ি কত বিক্রি হয়েছে
- SUV মডেল গাড়ি বিক্রি হয়েছে ২৮ হাজার।
- টাটা নেক্সন (Tata Nexon) বিক্রি হয়েছে ১৩,৮১৬ টি।
- টাটা পাঞ্চ (Tata Punch) বিক্রি হয়েছে ১০,০২৭ টি।
- জানুয়ারি মাসে মোট ৭২ হাজার এরও বেশি গাড়ি বিক্রি করেছে টাটা মোটরস।
টাটা মোটরসের এই বিরাট সাফল্যের ফলে টাটার পুনে প্যান্ট প্রতি মাস হিসাবে সবচেয়ে বেশি প্রোডাকশন দিয়েছে ২০০৭ সালের পর। এছাড়া রঞ্জনগাঁও প্লান্ট টি সবচেয়ে বেশি প্রোডাকশন দিয়েছে কোম্পানিটি তৈরি হওয়ার পর থেকে। ভারতের চারচাকা জায়ান্ট টাটা মোটরসের এই বিরাট সাফল্য ফলে অটোমোবাইল ইন্ডাস্ট্রি আবারো চাঙ্গা হয়েছে। এখন দেখার বিষয় এটাই যে অটোমোবাইল কর্মী ও শ্রমিকদের এর ফলে কিছু সুরাহা হয় কিনা।

আরো পড়ুন- টাটা ন্যানো ইলেকট্রিক: রতন টাটার হাতে দেওয়া হলো প্রথম ইলেকট্রিক টাটা ন্যানো
TATA CNG MODEL’S
ভারতীয় বাজারে ক্রমাগত পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়াতে টাটা মোটরস তাদের টাটা টিয়াগো (Tata Tiago) ও টিগর (Tigor) মডেল দুটি সিএনজিতে উপলব্ধ করা হয়েছে।
[…] […]
[…] […]