টেসলা গাড়ি যুক্ত হতে চলেছে পাবজি মোবাইলে, ব্যাটেলগ্রাউন্ডেও কি দেখা মিলবে টেসলা?

বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় গেম ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার সাথে পাবজি মোবাইলের মিল রয়েছে অনেক জায়গাতেই। আর তা থেকে ধারণা করে নেওয়া যায় পাবজি মোবাইলে আগত বিভিন্ন ফিচারগুলো ভবিষ্যতে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার দেখা যাবে।

গতবছর সেপ্টেম্বর মাসে ভারতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়েছিল এই পাবজি মোবাইল। তারপর কেটে গেছে অনেক গুলো দিন। কিন্তু পাবজি মোবাইল কে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না। তবে শেষ মুহূর্তে এই গেমকে নতুন নামে ভারতে নিয়ে আসা হয়। আর সেই গেমটির নাম আপনারা সকলেই জানেন ‘ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া’। গেমটির আর্লি অ্যাকসেস বর্তমানে শুরু হয়ে গিয়েছে এবং অনেকেই গেমটি খেলে ফেলেছেন। তবে অরিজিনাল ভার্শনটি এখনো রিলিজ করা হয়নি। গেমটির অরিজিনাল ভার্সন রিলিজ না হলেও পাবজি মোবাইলের বিভিন্ন ফিচারগুলো ইতিমধ্যে দেখা যাচ্ছে গেমটির মধ্যে। এক কথায় বলতে গেলে পাবজি মোবাইলই নাম বদল করে ভারতে ফিরেছে।

সম্প্রতি প্রকাশিত একটি বিবৃতি অনুযায়ী পাবজি মোবাইলে যুক্ত হতে চলেছে টেসলা গাড়ি। পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তির মধ্যে একজন হলেন ইলন মাস্ক, যিনি ইলেকট্রিক ভেহিকেল টেসলা সংস্থার প্রধান। পাবজি মোবাইলে টেসলার গাড়িটি যুক্ত হলেও ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া তেও এই গাড়িটি যুক্ত হবে কিনা সেই নিয়ে গেমারদের মধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কিছুদিন আগে Krafton তাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন যে তারা টেসলার সঙ্গে যুক্ত হতে চলেছেন। যার কারণে বর্তমানে জল্পনা একেবারে তুঙ্গে।

পাবজি মোবাইল গেমটি তে এই টেসলা গাড়ি দেখা যাবে কিনা সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা না গেলেও অনেকেই অনুমান করেছেন গেমটির in-game ফিচারের মধ্যে যুক্ত হতে পারে এই গাড়ি। আর এরকম অনুমানের পেছনে কারণ হলো কিছুদিন আগে প্রকাশ পাওয়া পাপজির নতুন টিজার। টিজার থেকে এমনটাই ইঙ্গিত পাচ্ছেন গেমাররা। তবে যদি টেসলা গাড়ি যুক্ত করা হয় সেটি পাবজি মোবাইলে হবে। ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া হবে কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি টিজারে। Kraftone এর তরফ থেকে এ বিষয়ে অফিসিয়ালি কোনো বক্তব্য না জানানো হলেও গেমারদের একাংশের মতে যেহেতু পাবজি মোবাইলের সাথে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার অধিকাংশ মিল রয়েছে সেক্ষেত্রে এই গেমের ইন-গেম প্রডাক্ট হিসেবে যুক্ত হলেও হতে পারে টেসলার গাড়ি।

আরো পড়ুন-ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া এর ডাটা ট্রান্সফার সংক্রান্ত অফিসিয়াল মতামত প্রকাশ করল ক্রাফটন

প্রসঙ্গত উল্লেখ্য, ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া বর্তমানে তাদের অরিজিনাল ভার্শনটি রিলিজ করেনি। গুগল-প্লে স্টোরে যারা প্রি-রেজিষ্ট্রেশন করেছিলেন তারাই কেবল গেমটির আর্লি একসেস ডাউনলোড করে খেলার সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয় এই গেমটি খেলার সুযোগ শুধু এন্ড্রয়েড গেমাররাই পেয়েছেন। আইওএস ডিভাইসের জন্য krafton এখনো কোনো মন্তব্য প্রকাশ করেনি।

মন্তব্য করুন