১০০ কিলোমিটার চওড়া ধুমকেতু এগিয়ে চলেছে সূর্যের দিকে, জানালেন বিজ্ঞানীরা

পুনরায় সুবিশাল এক ধুমকেতুর আবিষ্কার করলেন জ্যোতির্বিজ্ঞানীরা। রহস্যে ঘেরা এত বড় ধুমকেতু এর আগে কখনো চোখে পড়েনি জ্যোতির্বিজ্ঞানীদের, এমনটাই জানাচ্ছেন তারা। শুধু তাই নয় এই ধুমকেতু মহাকাশে যে অঞ্চল থেকে ধেয়ে আসছে সেটি এখনো পর্যন্ত সৌরজগতের সব থেকে দূরের জায়গা যেটি Oort Cloud নামে পরিচিত।

সুবিশাল এই ধূমকেতুর জ্যোতির্বিজ্ঞানীদের প্রথম নজরে আসে ২০১৪ সালে চিলিতে থাকা Cerro Tololo Inter-American Observetry এর সাহায্যে। অবজারভেটরি তে থাকা ডার্ক এনার্জি ক্যামেরায় ধরা পড়েছিল। ক্যামেরায় ধরা পড়া আর্কাইভাল ইমেজে একটি ছোট্ট মুভিং ডট চোখে পড়ে বিজ্ঞানীদের। এরপর বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে এই তথ্য সামনে আসে।

বিজ্ঞানীরা এই ধুমকেতু বা কমেট এর নামকরণও করেছেন। এই কমেট টির নাম রাখা হয়েছে Comet C/2014 UN271। ধূমকেতুটি প্রথম আবিষ্কার করা হয়েছিল ২০১৪ সালে এবং এর আবিষ্কর্তা ছিলেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট পড়ুয়া Pedro Bernardinelli এবং জ্যোতির্বিদ Gray Bernstein। এই দুইজন আবিষ্কর্তার নাম অনুসারে ধূমকেতুটির আরো একটি নামকরণ করা হয়, যেটি হল Bernardinelli-Bernstein। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া Pedro বিভিন্ন অঙ্ক কষে জানান, এই ধুমকেতু ধূলিকণা যুক্ত এবং বরফ দ্বারা তৈরী, এটি লম্বায় প্রায় ৬২ থেকে ১২৫ মাইল এবং প্রায় ১০০ কিলোমিটার চওড়া।

আরো পড়ুন-275 মিলিয়ন আলোকবর্ষ দূরে এক গ্যালাক্সির ছবি তুলল নাসার হাবল টেলিস্কোপ

আরো পড়ুন-নাসাকে চ্যালেঞ্জ ছুড়ে মঙ্গলে প্রথম মানুষ পাঠানোর দাবি চিনের

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন এই ধুমকেতু সূর্যের সবচেয়ে কাছে কাছে পৌঁছাবে ২০৩১ সালের ২৩শে জুন এবং এটি নির্দিষ্ট গতিতে সূর্যের দিকে ধেয়ে আসছে। বিজ্ঞানীরা জানান এই ধুমকেতু পৃথিবী থেকে দেখা সম্ভব হবে এই নির্দিষ্ট দিনে এবং যাদের কাছে ভালো টেলিস্কোপ রয়েছে তারা পৃথিবী থেকে এই ধুমকেতু দেখতে পারবেন। বর্তমানে ধূমকেতুর অবস্থান শনি গ্রহের অরবিটের থেকে একটু দূরে। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের যে পরিমাণ দূরত্ব তার থেকে দশগুণ বেশি দূরত্বে রয়েছে এই ধূমকেতুটি।

“১০০ কিলোমিটার চওড়া ধুমকেতু এগিয়ে চলেছে সূর্যের দিকে, জানালেন বিজ্ঞানীরা”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন