বড় খবর, ইংল্যান্ডের এই ফাস্ট বোলার ছিটকে গেলো ২য় টেস্ট থেকে

বড় খবর, ইংল্যান্ডের এই ফাস্ট বোলার ছিটকে গেলো ২য় টেস্ট থেকে
ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট খবর

ভারতের জন্য সুখবর কিন্তু ইংল্যান্ডের জন্য খারাপ খবর। ইংল্যান্ডের প্রতিভাবান ফাস্ট বোলার জোফার আর্চার ছিটকে গেল চেন্নাইতে দ্বিতীয় টেস্ট থেকে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে বৃহস্পতিবার এই খবর প্রকাশ করা হয়। টুইটারে তারা লিখেছে “আমরা এটা নিশ্চিত করে বলতে পারি জোফার আর্চার ভারতের বিরুদ্ধে শনিবার চেন্নাইতে সংঘটিত হওয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে ডান হাঁটুতে ইনজেকশন নেওয়ার কারণে খেলতে পারবে না”।

Twitter source @englandcricket (England cricket)

আরো পড়ুন- মাইকেল ভনের খোঁচা ভারতকে- ‘হারের পর রুট কি স্বাক্ষর করা জার্সি আজ পেয়েছে’?

প্রসঙ্গত চেন্নাইতে প্রথম টেস্ট ম্যাচে ২২৭ রানের জয়ের পর ইংল্যান্ডের মনোবল এখনো উজ্জীবিত। জোফার আর্চারের বাদ যাওয়াটা তাদের পক্ষে যথেষ্ট অস্বস্তিকর বলেই মনে করা হচ্ছে। এছাড়াও ৩৮ বছর বয়সী জেমস অ্যান্ডারসন কে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। এখন দেখার বিষয় এটাই যে আর্চারের অনুপুস্থিতিতে ইংল্যান্ড অ্যান্ডারসনকে বিশ্রাম দেয় কিনা। ভারতের জন্য চেন্নাই টেস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য।

Previous articleপ্রায় ৩০০ কোটি Gmail-Hotmail পাসওয়ার্ড লিক, সাইবার অ্যাটাকের শিকার হতে পারেন আপনিও
Next articleভারতের Twitter-এর বদলে এলো নতুন মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম KOO
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply