আইপিএলে খেলছে ছেলে কিন্তু বাবা এখনো ফল বিক্রেতা

আইপিএলে খেলছে ছেলে কিন্তু বাবা এখনো ফল বিক্রেতা

আইপিএল ২০২২: আইপিএল ভারতের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল টুর্নামেন্ট যেখানে সুযোগ পাওয়ার জন্য প্রত্যেক ক্রিকেটারই স্বপ্ন দেখে। উমরান মলিক নামটা হয়তো আপনারা সম্প্রতি খবরের শিরোনামে বহুবার দেখে থাকবেন। জম্মু-কাশ্মীরের এই ফাস্ট বোলার বর্তমান আইপিএলে কাপাচ্ছে তার দুর্ধর্ষ ফাস্ট বোলিং এর দ্বারা।

ভারতীয় বোলারদের বলে গতি নেই এই তথ্য বহু যুগ ধরে চলে আসছে। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে জসপ্রিত বুমরা, মোহাম্মদ সামি ও উমেশ যাদবের বোলিং অ্যাটাক এই তত্ত্ব কে কিছুটা হলেও কমিয়ে এনেছে। সেরকমই আইপিএল ২০২২ এর আবিষ্কার বলা যেতে পারে উমরান মালিক কে। দুর্দান্ত ফাস্ট বোলিং এর জন্য তিনি প্রথম থেকেই জনপ্রিয় ও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।

আইপিএলে খেলছে ছেলে কিন্তু বাবা এখনো ফল বিক্রেতা

১৫০ কিলোমিটার বেগে বল করা তার কাছে জল-ভাত, যার জন্য প্রাক্তন ক্রিকেটার থেকে বর্তমান সবার নজরে রয়েছেন তিনি। ২২ বছর বয়সী এই ফাস্ট বোলার জম্মু-কাশ্মীরের হয়ে ক্রিকেট খেলেন, বর্তমান আইপিএলে তিনি সানরাইজার্স হায়দরাবাদের সদস্য। এবছর আইপিএলে এখনো পর্যন্ত ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন তিনি। বেগুনি টুপির দৌড়ে যুবেন্দ্র চাহাল এর পরই তার নাম রয়েছে।

আরো পড়ুন- IPL 2022 time table in bengali: আইপিএলের সম্পূর্ণ সময়সূচি ২০২২

আশা করা যাচ্ছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তাকে ভারতীয় দলে সুযোগ দেয়া হতে পারে। উমরান মালিকের বাবা জম্মু-কাশ্মীরে একজন ফল বিক্রেতা। ছেলে আইপিএলে সুযোগ পাওয়ার পরেও তিনি এখনো ফলের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সংবাদ মাধ্যমে তিনি বলেছেন আইপিএলে ছেলের ভালো পারফরমেন্সের কারণে বাজারে তার সম্মান আরো বেড়েছে এবং সবাই তাকে শুভেচ্ছা জানিয়েছে।

Previous articleভারতের সর্বকনিষ্ঠ বিচারক হলেন মায়ানক প্রতাপ সিং
Next articleTata Avinya: 500 কিলোমিটার যাবে মাত্র 30 মিনিট চার্জে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply