পরিবর্তন হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সমস্ত কোচিং স্টাফের

ভারতীয় ক্রিকেট দল: বর্তমানে ভারতের সংবাদমাধ্যম অনুসারে পরিবর্তন হতে চলেছে রবি শাস্ত্রী সহ ভারতীয় ক্রিকেট দলের সমস্ত কোচিং স্টাফের। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ পর্যন্ত ভারতের ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর চাকরির মেয়াদ রয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রবি শাস্ত্রী ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু কর্মকর্তা কে জানিয়েছেন যে বিশ্বকাপের পর তিনি তার পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন।

তবে শুধুমাত্র রবি শাস্ত্রী নয়, বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ শ্রীধর ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোর প্রত্যেকেরই চাকরির মেয়াদ রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এছাড়া ভারতীয় বোর্ডও চাইছে নতুন কোচিং স্টাফ ভারতীয় দলের সঙ্গে যুক্ত হোক। এছাড়া রয়েছে কিছু টেকনিক্যাল সমস্যা, বিসিসিআই এর নতুন নিয়ম অনুসারে ৬০ বছরের উর্দ্ধে কেউ ভারতীয় দলের কোচ হতে পারবে না। ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রির বর্তমান বয়স ৫৯ বছর, ফলে আর মাত্র এক বছর তিনি নিয়মমতো এই কোচিং পদে থাকতে পারতেন। কিন্তু ২০২৩ সালের ৫০ ওভার ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

২০১৪ সাল থেকে রবি শাস্ত্রী ভারতীয় দলের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০১৪ থেকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি দলের ডিরেকটর পদে ছিলেন। এরপর ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পান অনিল কুম্বলে। কিন্তু ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে যাওয়ার পর অনিল কুম্বলে কোচিং পদ থেকে সরে দাঁড়ান। এরপর আবার দায়িত্ব তুলে দেয়া হয় রবি শাস্ত্রির হাতে এবং যা ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চলছে।

রবি শাস্ত্রীর অধীনে ভারতীয় দল কোন আইসিসি টুর্নামেন্ট জয়লাভ করেনি। সেমিফাইনাল, ফাইনালে গিয়ে ভারতীয় দলের বিজয়রথ আটকে গেছে প্রতিবার। কিন্তু টেস্ট ক্রিকেটে ভারতের উত্থান, পরপর দু-বার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া কে সিরিজে হারিয়েছে ভারত। এছাড়া দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে ১ নম্বর স্থান ধরে রেখেছিল ভারতীয় ক্রিকেট দল এবং সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১ এর ফাইনাল খেলেছে ভারতীয় দল। যার কৃতিত্ব অবশ্যই রবি শাস্ত্রির প্রাপ্য।

আরো পড়ুন- বৃষ্টি ভারতকে বাঁচিয়ে দিল- টুইটারে খোঁচা মাইকেল ভনের

ভবিষ্যতে ভারতীয় দলের কোচ কে হতে পারে?

এখন প্রশ্ন হচ্ছে রবি শাস্ত্রী যদি সরে দাঁড়ায় তবে বর্তমানে কে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্বের প্রধান দাবিদার রয়েছে। নিঃসন্দেহে রাহুল দ্রাবিড়ের নাম সবার প্রথমে আসবে। বর্তমানে তিনি ভারতীয় অনূর্ধ্ব 19, ভারতীয় A ও ন্যাশনাল ক্রিকেট একাডেমি প্রধান রূপে নিযুক্ত আছেন। এছাড়া সম্প্রতি শ্রীলঙ্কা ভারত সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়

শ্রীলঙ্কায় তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি এই ছেলেদের সাথে কাজ করার অভিজ্ঞতা উপভোগ করেছি, এটা দারুণ হয়েছে। আমি অন্য কোন চিন্তা ভাবনা করিনি এখনও। পূর্ণ-সময়ের ভূমিকা পালন করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তাই আমি সত্যিই জানি না।”

“পরিবর্তন হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সমস্ত কোচিং স্টাফের”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন